Cyclone Sitrang: কালীপুজোর দিনই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’? কী হবে এর গতিপ্রকৃতি? জানুন

রাজ্য সরকারের পক্ষ থেকে জেলাগুলিকে এই ঘূর্ণিঝড় নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Cyclone_1666311053985_1666311054268_1666311054268
Cyclone_1666311053985_1666311054268_1666311054268

মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গাপুজার মতো কালীপুজোর আনন্দও মাটি হতে চলেছে? কালীপুজোর (Kali Puja 2022) সন্ধ্যাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone Sitrang)? এই নিয়েই এখন আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ অক্টোবর অর্থাৎ কালীপুজোতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক রাজ্যে। আগামী ২৫ অক্টোবর, মঙ্গলবার ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ (Cyclone Sitrang)।

ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরী হয়েছে। যা ২৩ অক্টোবরে ক্রমশই গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পরের ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ যখন ঘূর্ণিঝড়ে (Cyclone Sitrang) পরিণত হবে, তখন সেটির অবস্থান থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। পূর্বাভাস অনুযায়ী, ২৪ অক্টোবরের মধ্যে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উত্তর দিকে পুনরায় বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৫ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় আরও বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'সিত্রাং', কালীপুজোতেও বৃষ্টিতে ভাসবে রাজ্য!

আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের (Cyclone Sitrang) তীব্রতা এবং বাতাসের গতি সম্পর্কে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলের মধ্য দিয়ে যাবে এবং রাজ্যে ল্যান্ডফল করার কোন সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির মতো জেলাগুলিতে প্রভাব বেশি পড়বে। তারই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও এর প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। মূলত ২৪ এবং ২৫ অক্টোবর এই জেলাগুলোতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবার আগামী ২২ ও ২৩ অক্টোবর মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যে সব মৎস্যজীবী সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২২ তারিখের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসন থেকেও এই ঘূর্ণিঝড়ের (Cyclone Sitrang) জন্য আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles