Cyclone Mandous: তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়েছে মন্দৌস, দুর্যোগের কবলে চেন্নাই

ঘূর্ণিঝড়ের জেরে টানা বৃষ্টিপাত হচ্ছে চেন্নাইতে। একাধিক এলাকা জলমগ্ন।
Sitrang_Cyclone
Sitrang_Cyclone

মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার মধ্যরাতে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্দৌস (Cyclone Mandous)। রাত দেড়টা নাগাদ পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে প্রায় দুশোটি গাছ উপড়ে পড়েছে তামিলনাড়ুর উপকূল সংলগ্ন এলাকায়। ভারী বৃষ্টির জেরে জল জমেছে বিভিন্ন এলাকায়। একাধিক ট্রেন বাতিল হয়েছে, বাতিল করা হয়েছে বিমানও।      

হাওয়া অফিস জানিয়েছে, ল্যান্ডফলের পরেই শক্তি কমতে শুরু করে মন্দৌস (Cyclone Mandous)। এখন তা আবার দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। চেঙ্গালপাট্টু জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ইস্ট কোস্ট রোড ও জিএসটি রোডে গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যহত হয়েছে।

ব্যহত হয়েছে ট্রেন-বিমান  

ঘূর্ণিঝড়ের (Cyclone Mandous) জেরে টানা বৃষ্টিপাত হচ্ছে চেন্নাইতে। একাধিক এলাকা জলমগ্ন। ১৩টি ডোমেস্টিক ও ৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ট্রেন চলাচলও আপাতত বন্ধ রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ট্রলার ও নৌকাগুলিকে মাঝসমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ওএমআর শিটে কারচুপির প্রচুর প্রমাণ সিবিআইয়ের হাতে, রিপোর্ট পেশ হাইকোর্টে

তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। এনডিআরএফ বাহিনীও মোতায়েন করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ১৬৯ টি ত্রাণ শিবির স্থাপন করা  হয়েছে। এই ঘূর্ণিঝড়ের (Cyclone Mandous) খুব বেশি প্রভাব পড়েনি বাংলায়। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব থাকবে। 

তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত চলছে। আপাতত মহাবলীপুরম ও তার আশেপাশের অঞ্চলে এই ঝড়ের (Cyclone Mandous) প্রভাব রয়েছে। রাস্তায় চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতা জারি করেছে ট্রাফিক পুলিশ। সিরুমালাই এবং কোদাইকানালে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে চেন্নাই রেলওয়ে।

১৬০০০ পুলিশ এবং ১৫০০ হোমগার্ডকে মোতায়েন করা হয়েছে। 'মন্দৌস' (Cyclone Mandous) একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ গুপ্তধনের বাক্স। এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

                                                                               

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles