Comet: ভারতের টেলিস্কোপে ধরা পড়লো এই ধুমকেতু, ৫০ হাজার বছর আগে পৃথিবীর কাছে এসেছিল

ভারতের উচ্চতম টেলিস্কোপ, দ্য হিমালয়ান চন্দ্র টেলিস্কোপে এবার ধরা পড়লো এই ধুমকেতুর ছবি।
comet
comet

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উচ্চতম টেলিস্কোপ, দ্য হিমালয়ান চন্দ্র টেলিস্কোপে এবার ধরা পড়লো একটি ধুমকেতুর (Comet) ছবি। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ধুমকেতুকে (Comet) শেষবারের মতো পৃথিবীর আকাশে দেখা গিয়েছিল ৫০ হাজার বছর আগে।

আবার কবে দেখা মিলবে পৃথিবীর আকাশে

 লাদাখের সরস্বতী পর্বতের পাদদেশে রাখা টেলিস্কোপে ধরা পড়ে এই ধুমকেতু । ধুমকেতুটির নাম Comet C/2022 E3(ZTF). হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ বর্তমানে পরিচালনা করে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিকস। ওই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ধুমকেতুটি (Comet) সূর্যের কাছাকাছি আসবে ১২ই জানুয়ারি। মহাকাশ বিজ্ঞানীরা আশা করছেন যে ওই ধূমকেতুটি (Comet) পৃথিবীর আকাশেও দেখা যাবে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে। বিজ্ঞানীরা বলছেন ধুমকেতুকে (Comet) দেখতে লাগবে না কোনও দূরবীন, খালি চোখেই দেখা যাবে যদি সব কিছু ঠিক থাকে। 
ইতিমধ্যে প্রযুক্তি এবং বিজ্ঞান দপ্তর  ট্যুইট করেছে যে এই ধূমকেতুটি (Comet) সূর্যের কাছাকাছি হয়ে যাবে ১২ ই জানুয়ারি এবং তারপর এটিকে খালি চোখে দেখতে পাওয়া যেতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারা খুবই বিরল। ৫০ হাজার বছর পরে পৃথিবীর আকাশে দেখা যাবে এই ধুমকেতুকে (Comet)। 

ভারতের এই টেলিস্কোপে ধুমকেতুটির (Comet) ছবি তখন ধরা পড়েছে যখন এটি দ্রুতগতির সঙ্গে মহাকাশে বিচরণ করছিল। ছবিতে পিছনের নক্ষত্রগুলিও দেখা যাচ্ছে । ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিস্ক থেকে এই ধুমকেতুর (Comet) তিনটি ছবি এই মুহূর্তে প্রকাশ্যে আনা হয়েছে।

কবে আবিষ্কার হয়েছিল এই ধুমকেতুটি (Comet)

Comet C/2022 E3(ZTF)নামের এই ধুমকেতুটি (Comet) প্রথম আবিষ্কার হয়েছিল গত বছরের মার্চ মাসে। তখন অবশ্য এটি ছিল বৃহস্পতি গ্রহের কক্ষপথে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যখন একেবারে প্রথম হোমো সেপিয়েন্সরা পৃথিবীতে বেড়ে উঠছিল  তখন পৃথিবীর আকাশে শেষবারের মতো দেখা গিয়েছিল এই ধুমকেতুকে (Comet)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles