CISF Recruitment 2022: ৫৪০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ, জানুন বিস্তারিত

হেড কনস্টেবল পদের জন্য ৪১৮ এবং এএসআই পদে ১২২ জনকে নেওয়া হবে।   
CISF-Recruitment-2022
CISF-Recruitment-2022

মাধ্যম নিউজ ডেস্ক: হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF Recruitment 2022)। চাকরিপ্রার্থীরা সিআইএসএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট cisf.gov.in-এ গিয়ে আবেদন (Application) করতে পারেন। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে।

আরও পড়ুন: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর  

এছাড়াও, প্রার্থীরা এই পদগুলির জন্য সরাসরি আবেদন করতে পারেন https://www.cisf.gov.in/cisfeng/ লিঙ্কে। এছাড়াও, এই লিঙ্কে গিয়ে CISF HC ASI Recruitment 2022 Notification PDF- এর অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notification) দেখতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ায় ৫৪০টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে হেড কন্টেবল পদের জন্য ৪১৮ এবং এএসআই পদে ১২২ জনকে নেওয়া হবে।

আরও পড়ুন: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত   

এ বিষয়ে জেনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

অনলাইনে আবেদন শুরু হচ্ছে - ২৬ সেপ্টেম্বর ২০২২ 
অনলাইনে আবেদনের শেষ তারিখ - ২৫ অক্টোবর ২০২২

আরও পড়ুন: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে 

মোট শূন্যপদ – ৫৪০

শিক্ষাগত যোগ্যতা 

প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।

আরও পড়ুন: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম 

বয়স 

প্রার্থীদের বয়স সীমা হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে।

আবেদন ফি

প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা আবেদন ফি।

বেতনক্রম 
 
হেড কনস্টেবল- বেতন স্তর-৪ (২৫,৫০০-৮১,১০০ টাকা) 

এএসআই- বেতন স্তর-৫ (পে ম্যাট্রিক্সে ২৯,২০০-৯২,৩০০ টাকা) 

নিয়োগ প্রক্রিয়া  

প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এবং ডকুমেন্টেশন ওএমআর / কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles