Chinese Rocket: চিনের ২৩ টনের বিশাল রকেট নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে

এর আগেও ২০২১ সালের এপ্রিল মাসে ৫ থেকে ৯ টন ওজনের লং মার্চ মহাকাশযানের একাংশ ভেঙে পড়েছিল ভারত মহাসাগরে...
long-march-5b-china-rocket
long-march-5b-china-rocket

মাধ্যম নিউজ ডেস্ক: চীনের প্রায় ১০ তলা বিল্ডিংয়ের মতো লম্বা ২২.৫ মেট্রিক টনের বিশাল একটি রকেট নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে নেমে আসছে (China Rocket Crash)। গত ৩১ অক্টোবর লংমার্চ (Long March Missile) নামে ওই মহাকাশযানটিকে চিনের মহাকাশসংস্থা উৎক্ষেপণ করেছিল। এই রকেটে করেই তিয়ানগং স্পেস স্টেশনে নানা সামগ্রী পাঠিয়েছে চিন। চিনের মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, স্পেস স্টেশনে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর জন্য এটাই তাদের শেষ উদ্যোগ। রকেটটির (China Rocket Crash) সফল উৎক্ষেপণের পরেও বর্তমানে রকেটটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে জানিয়েছে চিনা মহাকাশ সংস্থা।

 

সংবাদসূত্রে জানা গিয়েছে, সমগ্র মধ্য আমেরিকা, আফ্রিকা এবং উত্তর আমেরিকার কোন স্থানে বিশাল এই রকেটটির ধ্বংসাবশেষটি পড়তে পারে। চীনা মহাকাশ সংস্থা জানিয়েছে, রকেট ভেঙ্গে পড়ার বিষয়টি যাতে পুনরায় না ঘটে তা নিয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবে।

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, এই রকেটটি বায়ুমণ্ডলে করবে শুক্রবার সন্ধ্যা ৪টা বেজে ৩০ মিনিটে। রকেটটির অধিকাংশ অংশ বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার সাথে সাথেই পুড়ে যাবে। তবে যে অংশটি অবশিষ্ট থাকবে গোটা বিশ্বের ৮৮ শতাংশ মানুষের বিপদের একটা ক্ষীণ সম্ভাবনা সৃষ্টি করতে পারে।


প্রসঙ্গত, এর আগেও ২০২১ সালের এপ্রিল মাসে ৫ থেকে ৯ টন ওজনের লং মার্চ মহাকাশযানের একাংশ ভেঙে পড়েছিল ভারত মহাসাগরে। ২০২০ সালেও চিনের মহাকাশযানের একটি ছোট অংশ আইভরি কোস্টে পড়েছিল বলে জানা যায়। এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক আইন প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীদের একাংশ। এই আইন সব দেশকে মেনে চলতে বাধ্য করা উচিত বলে মত তাঁদের।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles