SSC Scam: পার্থ ‘ঘনিষ্ঠ’ মোনালিসার দাদার নামে বিপুল জমির হদিশ! বেনামে মালিক প্রাক্তন মন্ত্রী-ই?

জানা যায়, শনিবার রানাঘাট-২ ব্লকের ভূমিরাজস্ব দফতরে হানা দেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা।
partha_chatterjee_monalisa_das_1658623624270_1658623639690_1658623639690
partha_chatterjee_monalisa_das_1658623624270_1658623639690_1658623639690

মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC scam) ধৃত ফের পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠের নামে বিপুল সম্পত্তির হদিশ পেল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার তরফে আশঙ্কা করা হয়েছে যে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teachers Recruitment Scam) প্রায় ১০০ কোটিরও বেশি দুর্নীতি হয়েছে। ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে আরও সম্পত্তির হদিশ পাওয়া যাবে বলে মনে করেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। তাই শুধুমাত্র জেলবন্দি পার্থ নয়, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠদের সম্পত্তিও খুঁজে বের করতে তৎপর তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, তদন্তে নেমে সিবিআই এবার একাধিক জমির খোঁজ পেয়ছে, যা পার্থ ঘনিষ্ঠ মোনালিসা দাসের (Monalisa Das) দাদা, মানস দাসের বলে উঠে এসেছে। জানা যায়, শনিবার রানাঘাট-২ ব্লকের ভূমিরাজস্ব দফতরে হানা দেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। সেখানে বিভিন্ন নথি ঘেঁটে রানাঘাট ২ ব্লকের পাঁচটি জায়গা— বৈদ্যপুর-১, বৈদ্যপুর-২, আনুলিয়া, পায়রাডাঙা ও শ্যামনগরে মানস দাসের নামে বেশ কয়েকটি জমির খোঁজ পেয়েছেন তাঁরা।

সিবিআই সূত্রে আরও জানা যায়, পায়রাডাঙার জমির মালিক দু'জন। মানস দাস ও তাঁর সহকারী মনোজ ঘোষ। তবে এখন প্রশ্ন উঠছে যে এইসব জমিতে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও বিনিয়োগ আছে কি না। আর এই তথ্য খুঁজে বের করতেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। এজন্য রানাঘাটে রেজিস্ট্রি অফিসেও কেন্দ্রীয় আধিকারিকরা গিয়েছিলেন বলে জানা যায়। এমনকি সেখান থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি-দলিল। রেজিস্ট্রি অফিসের পাশাপাশি রানাঘাট এডিএসআর অফিসেও তদন্তকারীরা হানা দেন। আর সেখান থেকেও উদ্ধার করা হয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক সহ বেশ কিছু নথি। আর এই সব নথিতেই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল। কারণ নথিতে মানস দাসের পরিচয়ে একজন সমাজসেবী বলে উল্লেখ করা আছে। ফলে একজন সমাজসেবী হয়ে কীভাবে এত সম্পত্তির মালিক হতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর পেছনের রহস্য বের করতে সমস্ত তথ্য খতিয়ে দেখবে তদন্তকারীরা।

আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্নর চার দিনের সিবিআই হেফাজত

অন্যদিকে এই মানস দাস ও মনোজ ঘোষের নামেও একাধিক অভিযোগ উঠে এসেছে। বৈদ্যপুরের স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মানস ও তাঁর সহকারী মনোজ নিজেদের পার্থর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচয় দিয়ে প্রচুর জমি ‘জবরদখল’ করেছেন। মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ হওয়ার কারণে তাঁরা ভয়ে অভিযোগও জানাতে পারেননি। স্থানীয়রা দাবি করেছেন, কেউ সাহস করে অভিযোগ দায়ের করতে গেলেও এইক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়তা দেখিয়েছে।

যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অধ্যাপক মোনালিসা দাসের দাদা। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেউ যোগাযোগ করেনি বলেও জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে স্থানীয় এলাকাতে একাধিক অভিযোগ রয়েছে, এইসব শুনে তিনি সমস্ত কিছু অস্বীকার করেছেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles