মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বর্ডার সিকিওরিটি ফোর্স (BSF Recruitment)। ১৪১০ ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।ীই বিষয়ে জেনে নিন কিছু বিস্তারিত তথ্য। প্রতিষ্ঠানের তরফে মোট ১৪১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। ১৩৪৩টি পদ পুরুষ প্রার্থী এবং ৬৭টি পদ মহিলা প্রার্থীদের জন্য।
আরও পড়ুন: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীগগির, জানুন বিস্তারিত
কবলার- ২৩টি পদ, টেইলর- ১৩টি পদ, প্লাম্বার- ২৩টি পদ, পেইন্টার- ১৭টি পদ, ইলেকট্রিশিয়ান- ১২টি পদ, পাম্প অপারেটর- ১টি পদ, ড্রটসম্যান- ৮টি পদ, আপহলস্টার- ১টি পদ, টিন স্মিথ- ১টি পদ, বুচার- ১টি পদ, কুক- ৪৮০টি পদ, ওয়াটার ক্যারিয়ার- ২৯৪টি পদ, ওয়াশার ম্যান- ১৩২টি পদ, বার্বার- ৬০টি পদ, সুইপার- ২৭৭টি পদ, ওয়েটার- ৫টি পদ, মালি- ২৬টি পদ, খোজি- ৩৬টি পদ (BSF Recruitment)।
আরও পড়ুন: ফের খারিজ পার্থের জামিনের আবেদন, ১৬ তারিখ পর্যন্ত থাকবেন জেলেই
জরুরী তথ্য
- পদের নাম: কনস্টেবল (ট্রেডসম্যান)
- শূন্যপদের সংখ্যা: ১৪১০ (১৩৪৩ পুরুষ, ৬৭ মহিলা)
- কাজের স্থান: ভারত
- নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
- আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলেছে
- বেতনক্রম: ২১৭০০ টাকা- ৬৯১০০ টাকা
- আবেদন পদ্ধতি: অনলাইন
- আবেদনের শেষ তারিখ: বিশদ দেখুন
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
- বয়স: বয়স থেকে ১৮- ২৫ বছরের মধ্যে হতে হবে।
কী করে আবেদন করবেন?
- বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর,ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন আপনার অ্যাকাউন্ট।
- সেখানে অনলাইন আবেদনের একটি ট্যাব পাবেন।
- সেখানে গিয়ে আবেদন করুন।
- সব তথ্য আপলোড করুন।
- প্রিভিউ দেখে আবেদনপত্র সাবমিট করে দিন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours