মাধ্যম নিউজ ডেস্ক: এবারে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হয়ে উঠল ভারত। কয়েকদিন আগেই ভারতীয় সেনাকে ১২০টি ‘প্রলয়’ কোয়াসি-ব্যালিস্টিক বা আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়া সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আর এবারে সফল হল ভারতের 'ব্রহ্মোস এয়ার লঞ্চ ক্ষেপণাস্ত্র' (BrahMos Air Launched) পরীক্ষা। প্রায় ৪০০ কিলোমিটার দূরে রেঞ্জে থাকা একটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র। গত বৃহস্পতিবার ভারতীয় বায়ু সেনা এই পরীক্ষা চালায়। সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হয়েছে এই ব্রহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইল। ফলে এক্সটেন্ডেড পাল্লার সংস্করণের পরীক্ষায় সফল হল ভারতীয় বায়ু সেনা।
The IAF successfully fired the Extended Range Version of the Brahmos Air Launched missile. Carrying out a precision strike against a Ship target from a Su-30 MKI aircraft in the Bay of Bengal region, the missile achieved the desired mission objectives. pic.twitter.com/fiLX48ilhv
— Indian Air Force (@IAF_MCC) December 29, 2022
সফল ব্রহ্মোস মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপ
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের পরীক্ষাটি হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। পরীক্ষায় কাঙ্খিত লক্ষ্য অর্জন করা গিয়েছে। এছাড়াও স্থলে কিংবা জলে যে কোনও লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, “এই পরীক্ষা সফল হওয়ায়, ভারতীয় বায়ুসেনা সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে স্থলে বা সমুদ্রে দীর্ঘ দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।”
সূত্রের খবর অনুযায়ী, বায়ুসেনা, নৌসেনা, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও, দেশীয় যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ব্রহ্মোস এরোস্পেস- এর যৌথ প্রচেষ্টায় বৃহস্পতিবারের এই পরীক্ষামূলক অভিযান সফল হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে প্রথমবার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile) নিক্ষেপ করার পরীক্ষা করা হয়েছিল। ওই সময় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৯০ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ৩৫০ কিলোমিটার করা হয়েছিল।
ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল
এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রে (BrahMos Missile) দ্বিস্তরীয় সলিড প্রোপেল্যান্ট বুস্টার ইঞ্জিন ব্যবহার করা হয়। প্রথম স্তরের ইঞ্জিনটি ক্ষেপণাস্ত্রটিকে সুপারসনিক গতি দেয়। পরের স্তরে লিকুইড ব়্যামজেট ইঞ্জিনের গতি শব্দের গতিবেগের প্রায় তিনগুণ বেশি দেয়। এর বিশেষ বৈশিষ্ট্য হল- বায়ু, সমুদ্র বা স্থল – বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায়।
কেন্দ্রীয় মন্ত্রী অভিনন্দন জানালেন...
ক্ষেপণাস্ত্রের (BrahMos Missile) সফল পরীক্ষার ফলে বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল ডিআরডিও ও হ্যাল-এর প্রশংসা করেছেন ও অভিনন্দনও জানিয়েছেন। ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) জন্য এই সাফল্য সামরিক দিক থেকে অনেক বড় জয় বলে মনে করা হচ্ছে। যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্র একটি বড় ভূমিকা পালন করবে বলে জানিয়েছে সেনা বাহিনী।
Sky is the Limit for Aatmanirbhar Bharat! 🇮🇳 @IAF_MCC successfully fires the Extended Range Version of the Brahmos Air Launched missile from Su-30 MKI aircraft, making another giant stride in the defence space.
— Piyush Goyal (@PiyushGoyal) December 29, 2022
Many congratulations to @DRDO_India & @HALHQBLR. pic.twitter.com/tmQO6zqUiq
+ There are no comments
Add yours