মাধ্যম নিউজ ডেস্ক: টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার মেজিয়ার ব্লক তৃণমূলের (TMC) সভাপতির বিরুদ্ধে। তবে, এটা কোনও বিরোধীদের অভিযোগ নয়। এই ধরনের চাঞ্চল্যকর অভিযোগ করছে তৃণমূলের কর্মীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। চরম বিড়ম্বনায় পড়েছে শাসক দল।
ঠিক কী অভিযোগ?
রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা করার কাজ শুরু হয়েছে। বিরোধী দল মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজে এগিয়ে থাকলেও শাসক দল এখনও মনোনয়নপত্র জমা করেনি বাঁকুড়ার মেজিয়ায়। এবার এই ব্লকে টাকার বিনিময়ে পঞ্চায়েতে টিকিট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) মেজিয়া ব্লকের সভাপতি জন্মেজয় বাউরির বিরুদ্ধে। এমনকী বাঁকুড়ার জেলা তৃণমূলের সভাপতিও এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে পথে নামল তৃণমূলের একটা অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানার তৈরি করে তাঁরা অবস্থানে বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীদের বক্তব্য, যোগ্য তৃণমূল কর্মীদের প্রার্থী করা হচ্ছে না। যারা অযোগ্য তাঁদের টাকার বিনিময়ে প্রার্থী করা হচ্ছে। তাই, মেজিয়ার ব্লক সভাপতি এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির অপসারণের দাবি জানাচ্ছি।
কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?
তৃণমূলের (TMC) মেজিয়া ব্লকের সভাপতি জন্মেজয় বাউরি বলেন, এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। রাজ্য নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর প্রার্থী ঠিক করার বিষয়ে আমার কোনও হাত নেই। ফলে, আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। কেউ অভিযোগ করতেই পারে। কিন্তু, প্রমাণ দিতে হবে। কেউ প্রমাণ দিতে পারলে আমি পদ ছেড়ে দেব। আসলে কিছু মানুষ দলকে ব্যবহার করে রোজগার করত। তারাই এই ধরনের দল বিরোধী কাজ করছেন।
কী বললেন বিজেপি নেতৃত্ব?
অন্যদিকে, এনিয়ে তৃণমূল (TMC) কংগ্রেস কে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি। বিজেপির মেজিয়ার মণ্ডল সভাপতি বিপদতারণ বাউরি বলেন, তৃণমূল দলটা নিজের কর্মীদের বিশ্বাস করে না, তারা কী করে সাধারণ মানুষের হয়ে কাজ করবে। আর যারা পঞ্চায়েতে ত্রিপল বিক্রি করতে পারে, তাদের প্রার্থী ঠিক করার জন্য টাকা নেবে এটা স্বাভাবিক ঘটনা। মানুষ এর যোগ্য জবাব দেবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours