মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে বাকি আর মাত্র দু’দিন। তবু অশান্তি থামার লক্ষ্মণ নেই। বৃহস্পতিবার সকালেই মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এবার অনুব্রতহীন বীরভূমে প্রাণ গেল এক বিজেপি (BJP) কর্মীর। গলা টিপে খুন করে তাঁকে রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। অন্যদিকে, জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চলানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেও উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা। এনিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।
ঠিক কী ঘটনা ঘটেছে?
স্থানীয় ও পুলিশ সূত্রে, খুন হওয়া বিজেপি কর্মীর নাম দিলীপ মাহারা (৪৮)। তিনি মহম্মদবাজারের বি মণ্ডলের হিংলো গ্রাম পঞ্চায়েতে বিজেপির (BJP) বুথ সহ-সভাপতি। যদিও এবার তাঁর স্ত্রী ছবি মাহারা পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছেন। বিজেপির ওই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে রাস্তার উপর তাঁর দেহ ফেলে রাখা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কী বললেন বিজেপি (BJP) কর্মীর পরিবারের লোকজন?
মৃতের পরিবারের অভিযোগ, বুধবার রাত থেকে দিলীপের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে গ্রামে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। গলায়ও দাগ রয়েছে। এছাড়া মৃতদেহের কিছু দূরে একটি গুলির খোলও পাওয়া গিয়েছে। দেহ আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?
বিজেপির (BJP) মণ্ডল সভাপতি পিনাকি মণ্ডল বলেন, দিলীপবাবু আমাদের দলের স্থানীয় স্তরের নেতা। তিনি ভাল সংগঠক ছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। আমরা এই খুনের ঘটনার কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্ত দাবি করছি। একইসঙ্গে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
কী বললেন তৃণমূল নেতৃত্ব?
জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, এটা কোনও খুন নয়। স্বাভাবিক মৃত্যু হয়েছে। এটা নিয়ে বিজেপি (BJP) নোংরা রাজনীতি করছে। পুলিশ প্রশাসন ঘটনার তদন্তে করে দেখুক।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours