মাধ্যম নিউজ ডেস্ক: পিঠের চোটে কাবু ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। বাদ পড়েছেন এশিয়া কাপ থেকেও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে পাওয়া যাবে কি না তাঁর নিশ্চয়তা নেই। বোর্ডের তরফে জানানো হয়েছে বুমরা এখন রয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) চোট সারাচ্ছেন তিনি। চিকিৎসক ও ফিজিওদের সামনেই চলছে অনুশীলন। বুমরার চোট নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
on the move 🛩 pic.twitter.com/ZNiuPTf5Jg
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) July 28, 2022
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে শেষ খেলেছিলেন বুমরা। তার পর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফর থেকে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। মধ্যে আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটাতেও যান ভারতীয় পেসার। দেশে ফিরেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। দেশের মাটিতে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন বুমরা। কিন্তু এক বোর্ড আধিকারিকের কথায়, বুমরার চোট নিয়ে শঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। তিনি জানান , বুমরার পিঠে চোট রয়েছে। সেই কারণেই এশিয়া কাপের দলে রাখা হয়নি তাঁকে। এই পিঠের চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারেননি বুমরা। তাঁর এই চোট পুরনো। সারতে সময় লাগবে।
আরও পড়ুন: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে
এর আগে ২০১৯ সালে চোটের জন্য দল থেকে ছিটকে যান বুমরা। তারপর থেকেই পিঠের চোট ভোগাচ্ছে তাঁকে। আশা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বুমরা। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। ওই আধিকারিকের কথায়, "বুমরা আমাদের সেরা বোলার। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওকে সম্পূর্ণ সুস্থ দেখতে চাই।" তবে, একান্ত বুমরাকে না পাওয়া গেলে বিশ্বকাপে ভারতের পেস আক্রমণকে ভরসা করতে হবে ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংহের উপর।
+ There are no comments
Add yours