মাধ্যম নিউজ ডেস্ক: ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7)। ইতিমধ্যে সমগ্র চিনে আতঙ্কের প্রধান কারণ হয়ে রয়েছে। নতুন সাব ভ্যারিয়েন্টের দাপটে সে দেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এবার পশ্চিমবঙ্গেও করোনার নতুন এই সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7) এর খোঁজ পাওয়া গেল। জানা যাচ্ছে যে রাজ্যে চারজনের দেহে সন্ধান পাওয়া গেছে নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7)-এর।
ওই চারজনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন এবং তাঁরা নদীয়া জেলার বাসিন্দা এবং অপর একজন কলকাতার বাসিন্দা বলেই জানা গেছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে আক্রান্তরা এখন স্বাভাবিক আছেন। প্রসঙ্গত বিএফ.৭ এর এই সাব ভ্যারিয়েন্টের সন্ধান এর আগেও দেশে পাওয়া গেছিল গুজরাট এবং ওড়িশাতে। উভয় রাজ্যের দুজন করে আক্রান্ত হয়েছিলেন। সেটা অবশ্য অনেক আগের কথা। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রথম বিএফ.৭ (BF.7) -এর হদিশ মিলেছে।
বিএফ.৭ (BF.7) এর লক্ষণগুলি কী কী ?
চিনে বর্তমানে দাপট দেখাচ্ছে বিএফ.৭ (BF.7)। সরকারি সূত্রে জানা গেছে যে করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে সংক্রমণ ছড়াতে পারে এবং ১০ থেকে ১৮ জন ব্যক্তিকে সংক্রমণিত করতে পারে ভাইরাস আক্রান্ত ব্যক্তি। করোনার আগের ভ্যারিয়েন্টগুলির মতোই রয়েছে এর লক্ষণ। অর্থাৎ ঠান্ডা, জ্বর, কাশি, গলাব্যাথা ইত্যাদি।
দেশের সার্বিক চিত্র
ভারতবর্ষে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করেনা আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। একথা জানা গেছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫৪ জন। সুস্থ হওয়ার হার এখনও পর্যন্ত ৯৮.৮% রয়েছে। দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪১ লক্ষ ৪৬ হাজার ৫৫ জন। প্রসঙ্গত এখনো অবধি করোনাতে মোট ২২০.১২ কোটি ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৫১ জনের। সারাদেশে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৯১.১৫ কোটি মানুষের।
বিশ্বে আক্রান্ত ৬৬ কোটি ৬৬ লক্ষ...
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের মোট সংখ্যা ৬৬ কোটি ৬৬ লক্ষ অতিক্রম করে গেছে। বুধবারে সর্বশেষ হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৬৬ লক্ষ ৩ হাজার ৪৮ জন। এখনও অবধি করোনার দাপটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সারা বিশ্বে ৬৭ লক্ষ ৩ হাজার ৭৯৮। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সে সেদেশে আক্রান্তের মোট সংখ্যা ১০ কোটি ২৯ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন অর্থাৎ সারা বিশ্বের ৬ ভাগের এক ভাগ আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। শুধু তাই নয়, গত ২৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুর হারও সবথেকে বেড়েছে গত বছরের এবং সেটা করোনার কারণেই। করোনার কারণে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ১১ লক্ষ ২০ হাজার ৪০ জনের।
+ There are no comments
Add yours