Bengal Chess Player: সুদূর ফ্রান্সে গিয়ে যোগ্যতা অর্জন, বাংলার ১১তম গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস

কৌস্তুভ চট্টোপাধ্যায়ের গ্র্যান্ডমাস্টার হওয়ার একমাসের মধ্যে ফের গ্র্যান্ডমাস্টার পেল বাংলা।
Sayantan_Das
Sayantan_Das

মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সে গিয়ে গ্র্যান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করলেন বাংলার দাবাড়ু সায়ন্তন দাস (Bengal Chess Player)। বাংলার একাদশতম গ্র্যান্ডমাস্টার হচ্ছেন তিনি। বর্তমানে ফ্রান্সে রয়েছেন সায়ন্তন দাস। সেখানেই একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। এর আগে চারটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছেন সায়ন্তন। তারপর বেশ কয়েক দিনের অপেক্ষা। গ্র্যান্ডমাস্টার হতে প্রয়োজন ছিল ২৫০০ রেটিং পয়েন্ট। আর সেই স্বপ্নই পূরণ হল। গ্র্যান্ডমাস্টার হলেন তিনি।   

ফ্রান্সের এক প্রতিযোগিতায় শেষ রাউন্ডে জিতে সেই রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি (Bengal Chess Player)। সেই সঙ্গে গ্র্যান্ডমাস্টার হলেন তিনি। সায়ন্তনের সাফল্যে উচ্ছ্বসিত বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার  দিব্যেন্দু বড়ুয়াও। তিনি বলেন, "সায়ন্তনের সাফল্য প্রমাণ করে যে বাংলার দাবা সঠিক পথে রয়েছে। বাংলার দাবার জন্য এটা খুবই আনন্দের দিন। সায়ন্তন একজন প্রতিভাবান দাবাড়ু। আগেই জিএম নর্ম পেয়ে গিয়েছিল। প্রয়োজন ছিল কিছু রেটিং পয়েন্টের। সেটাও পেয়ে গিয়েছে সায়ন্তন।"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে 'গ্রাম সম্পর্ক' অভিযানে নামছে বিজেপি যুব মোর্চা

উচ্ছ্বসিত কোচ

২৬ বছরের সায়ন্তনের ছোটবেলার কোচ সপ্তর্ষি রায়। কলকাতার গুডরিক ন্যাশনাল চেস অ্যাকাডেমি থেকেই দাবায় হাতে খড়ি তাঁর (Bengal Chess Player)। শিষ্যের সাফল্যে খুশি কোচ সপ্তর্ষি রায়। কুর্নিশ জানিয়েছেন নিজের ছাত্রকে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সায়ন্তন খুবই প্রতিভাবান। আমি ছোট থেকে ওকে কোচিং করিয়েছি। আমার হাতে রাজ্য থেকে শুরু করে জাতীয় ও পরে বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছে সায়ন্তন। যে পরিবার থেকে উঠে ও এই লড়াই করেছে তার জন্য সায়ন্তনকে কুর্নিশ জানাতেই হবে। ওর আরও আগে গ্র্যান্ডমাস্টারের যোগ্যতা পাওয়া উচিত ছিল। তবে শেষ পর্যন্ত যে পেয়েছে তার জন্য আমি খুব খুশি।" 

কৌস্তুভ চট্টোপাধ্যায়ের গ্র্যান্ডমাস্টার হওয়ার একমাসের মধ্যে ফের গ্র্যান্ডমাস্টার পেল বাংলা। স্কটিশচার্চ স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্র সায়ন্তন (Bengal Chess Player)। কান আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতায় ৯ রাউন্ডে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হন তিনি। ফ্রান্সে যাওয়ার আগে কাঙ্খিত পয়েন্ট থেকে ২৪ পয়েন্ট দূরে ছিলেন বাঙালি তরুণ এই দাবাড়ু। সেখানে গিয়ে প্রতিযোগিতা থেকে ২৮ রেটিং পয়েন্ট এল ৷ তা আসতেই ভারতের ৮১ নম্বর গ্র্যান্ডমাস্টার হলেন সায়ন্তন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles