মাধ্যম নিউজ ডেস্ক: জাল নোটের (Fake Currencies) বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আসাম পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার, নগাঁও ও হোজাই জেলা থেকে জাল নোট কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আসাম রাজ্যের পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে দুটি জাল ভারতীয় মুদ্রার নোট তৈরির মেশিন ও জাল নোট উদ্ধার করা হয়েছে।
আসাম পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগাঁও জেলার কচুয়া থানা পুলিশের একটি দল কচুয়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ এলাকাতে একটি জাল নোট তৈরির মেশিন, ৫০০ টাকার ১০৩ নম্বরের জাল নোট, ৬ নম্বরের ৫০০ টাকার জাল নোট, A4 সাইজের কাগজের একটি বান্ডিল, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। এই কাগজ এবং ওই মেশিন দিয়েই জাল টাকা ছাপানো হত বলেও অনুমান করা হয়েছে।
আরও পড়ুন: "চোরেদের রানি কে?", নবান্ন অভিযানের আগে আলিপুরদুয়ারের সভায় প্রশ্ন শুভেন্দুর
দুই জায়গায় অভিযান চালিয়ে আসাম পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম জালাল উদ্দিন, আর. ভ্যআনলালরুয়াতি, জোরামছানি। জানা গিয়েছে, জালালের বয়স ৩৫ বছর ও কচুয়ার বাসিন্দা ও বাকি দুজনের একজনের বয়স ৪২ ও আরেকজনের ৪০। এরা উভয়েই মিজোরামের আইজলের রামলুমের বাসিন্দা। অন্যদিকে পুলিশ হোজাই জেলার জোবোকা মিকিরাতি এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে। এই ধৃতের নাম আব্দুল জলিল।
এক পুলিশ সাব-ইন্সপেক্টর বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আমরা তথ্য পেয়েছিলাম যে এক ব্যক্তি জাল নোটের কারবার করবে এবং তারপর আমরা কয়েকজন পুলিশ কর্মীকে সাধারণ পোশাকে সেই ব্যক্তিক কাছে পাঠাই। এরপরেই আমরা সেই ব্যক্তিকে জাল নোট, জাল নোট তৈরি করার মেশিন সহ আটক করেছি।“ পুলিশ আরও জানিয়েছে, এই জাল নোট কারবারে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে এখনও পর্যন্ত তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: মাদ্রাসাগুলি ছিল আল-কায়দার অফিস, বিস্ফোরক হিমন্ত! জানেন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours