মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। তারপর ৫ হাজার মিটারে সোনা জিতলেন। সোনা জেতার পর সহজসরল হাসিমুখে পারুল জানিয়েছিলেন, "আমাদের উত্তরপ্রদেশ পুলিশ এমন, যেখানে কেউ আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলে ডিএসপি (Deputy superintendent of police) পদে প্রমোশন দেয়। ট্র্যাকে দৌড়নোর আগে এটাই আমার মাথায় ছিল।" এবার তার সেই আশাই পূরণ হল। তার স্বপ্ন পূরণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
পারুলকে নিয়োগপত্র
উত্তরপ্রদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পারুল চৌধুরী এখন আনুষ্ঠানিকভাবে ডিএসপি, ইউপি পুলিশ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তাঁর নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। উত্তর প্রদেশের মিরাট শহরের একলোটা গ্রামের বাসিন্দা, পারুল চৌধুরী মুম্বাইতে পশ্চিম রেলওয়ের ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) হিসাবে কাজ করেছিলেন। এশিয়ান গেমসে একাই ব্যক্তিগত দুই ইভেন্টে পদক জেতেন পারুল। হ্যাংঝাউয়ে শেষবেলায় ঝড় তুলে এশিয়ান গেমসের ৫,০০০ মিটারে সোনা জেতেন ভারতের তারকা অ্যাথলিট। সেইসঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। কারণ এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার রেসিংয়ে এটাই হল ভারতের প্রথম সোনা।
Promise delivered!
— The Uttar Pradesh Index (@theupindex) January 27, 2024
Parul Chaudhary is now officially DSP, UP Police. Appointment letter handed over by CM Yogi today. https://t.co/KPLSpcgU6v
পারুলের আগামী লক্ষ্য
এশিয়ান গেমসে সোনা জয়ের পর পারুল বলেছিলেন ট্র্যাকে শেষ ৫০ মিটার দৌড়নোর সময় তাঁর মাথায় এসেছিল একটি ভাল চাকরির কথা। আর তা যদি ডিএসপি হয়, তাহলে তো কথাই নয়। এবার পারুলের লক্ষ্য প্যারিস অলিম্পিক্সে। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের টিকিট পেয়ে গিয়েছেন ভারতীয় দৌড়বিদ।
Parul Chaudhary, the winner of the Women's 5000m at #AsianGames2022.@TheRohan22#IndiaAtAsianGames #ParulChaudhary pic.twitter.com/tWQbKbpikQ
— RevSportz (@RevSportz) October 3, 2023
আরও পড়ুন: 'বুড়ো' বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড বোপান্নার
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours