মাধ্যম নিউজ ডেস্ক: একটি ম্যাচ জিতলেই এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক নিশ্চিত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। অন্যদিকে সুনীলের গোলে গেমস ভিলেজে রয়ে গেলো ভারতীয় ফুটবল দল। এদিন খেলায় একেবারেই ছন্দে ছিলেন না সুনীলরা।। মাঝে মধ্যেই চাপে ফেলে দেয় বাংলাদেশ। একমাত্র গোল হয়েছে পেনাল্টি থেকে। একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে স্টিমাচের ছেলেরা। ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জিতল ভারত।
প্রি-কোয়ার্টার ফাইনালের সুযোগ
আগের ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারায় এদিন চাপ ছিল ভারতের। গেমস ভিলেজে (Asian Games 2023) থাকতে গেলে বাংলাদেশের বিপক্ষে এদিন জিততেই হতো সুনীলদের। ফিফা ক্রমতালিকায় ৮৭ ধাপ নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধেও সংঘবদ্ধ আক্রমণ তুলে আনতে সমস্যা হচ্ছিল। গতিতে মাঝে মাঝে ভারতের ফুটবলারদের টেক্কা দিচ্ছিলেন বাংলাদেশের ফুটবলারেরা। প্রথমার্ধের শেষ দিকে সব থেকে ভাল সুযোগ পায় ভারত। ব্রাইস মিরান্ডার ক্রস থেকে বক্সের ভিতরে বল পান সুনীল। তাঁর ডান পায়ের শট বাঁচিয়ে দেন মিতুল। ফিরতি বলে শট মারেন রাহুল কেপি। সেই শটও বাঁচান মিতুল। ফিরতি বলে তৃতীয় বার সুযোগ পায় ভারত। এ বার মিরান্ডার হেডও ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ৮৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে মিরান্ডাকে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন সুনীল। এর ফলে প্রি-কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বেঁচে থাকল ভারতের। গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীলেরা।
আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যোদয়! বিক্রম, প্রজ্ঞানকে কবে জাগানোর চেষ্টা করবে ইসরো?
ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। বৃহস্পতিবার ভারত ও মালয়েশিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। কিন্তু ক্রমতালিকায় এগিয়ে থাকার জন্য ভারত শেষ চারের ছাড়পত্র পেয়ে গেল।
The India women's cricket team, ranked 1st in Asia, made their debut in the history of the Asian Games.
— 19th Asian Games Hangzhou 2022 Official (@19thAGofficial) September 21, 2023
Team India won 173/2 - 1/0 against Team Malaysia in the quarterfinal of women's cricket event at the 19th Asian Games Hangzhou.#Hangzhou #AsianGames #Cricket #TeamIndia… pic.twitter.com/jVYgWQzVPh
এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় মালয়েশিয়া। টসও দেরিতে হয়। কারণ সেই বৃষ্টি।ওভার সংখ্যা কাটা হয়। ২০ ওভারের ম্যাচ হয়ে যায় ১৫ ওভারের। ভারতের ইনিংসও বৃষ্টির জন্য বিঘ্নিত হয়। ১৫ ওভারে ভারতের মেয়েরা করে ২ উইকেটে ১৭৩ রান।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours