মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ক্যাচ ফস্কানোয় ট্রোলিংয়ের শিকার হয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। পেয়েছেন 'খলিস্তানি' তকমাও। তবে এসব নিয়ে এখন ভাবতে রাজি নন ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং। ভারতীয় বোলারের মা-বাবা দুবাই থেকে চণ্ডীগড়ে ফিরেছেন। রবিবারের ভারত-পাক ম্যাচ তাঁরা দেখেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে। দেশে ফেরার পরে অর্শদীপের বাবা দর্শন সিং জানান, ”দুবাই থেকে বিমান ধরার আগে অর্শদীপের সঙ্গে কথা হয়েছে। ট্যুইট, মেসেজে ট্রোলিং দেখে শুনে অর্শদীপ কেবল হেসেছে। ও বলেছে, এর থেকে আমি কেবল ইতিবাচক দিকটাই নিতে চাই। গোটা ঘটনা আমাকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে।” অর্শদীপের মা বলজিৎ কৌর বলেছেন, ”ও আমাদের বলেছে গোটা দল ওর পাশে রয়েছে।” অতএব ভারত-পাকিস্তান ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে এখন অতীত। মঙ্গলবার ফোকাস শুধুই শ্রীলঙ্কা (Sri Lanka)।
আরও পড়ুন: 'খলিস্তানি' তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর (India Vs Pakistan) লড়াইয়ে টিকে থাকতে গেলে ভারতকে এই ম্যাচে জিততেই হবে। নয়ত বিমানের টিকিট নিশ্চিত। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে এই ম্যাচে ভালো জায়গায় থেকে শুরু করবে শ্রীলঙ্কা। আজকের ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল খেলা কার্যত নিশ্চিত হয়ে যাবে। সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না দাসুন শানাকারা। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ২৫ বার। ভারত জিতেছে ১৭ বার, শ্রীলঙ্কা ৭ বার। শেষ পাঁচটি ম্যাচে ভারত তিনবার ও শ্রীলঙ্কা দুবার জয়ের স্বাদ পেয়েছে। পরিসংখ্যান ও দক্ষতা দুদিক থেকেই এদিনের ম্যাচে এগিয়ে ভারত। কিন্তু চলতি সিরিজে এখন কিছুটা হলেও ব্যাকফুটে টিম ইন্ডিয়া।
দুই দলের সম্ভাব্য একাদশ:
ভারত: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
শ্রীলঙ্কা: পথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দানুষ্কা গুনতুলকা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা, ওয়ানিনডু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ ঠিকশানা, আসিথা ফেরান্ডো, দিলশন মধুশঙ্কা
খেলা শুরু: সন্ধ্যা সাড়ে সাতটায়, স্টার স্পোর্টসে
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours