মাধ্যম নিউজ ডেস্ক: প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) কাছে আবারও সংঘর্ষে লিপ্ত হল ভারত ও চিনের সেনা। অরুণাচলের তাওয়াংয়ে ফিরে এল লাদাখের গালওয়ানের ছবি। সংবাদ সংস্থা এনআইএ সূত্রে খবর, ২০২০ সালের গালওয়ান-কাণ্ডের মতো প্রাণহানি না ঘটলেও শুক্রবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনা
সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘রুল অব এনগেজমেন্ট’মেনে গালওয়ানের মতোই তাওয়াংয়েও দ্বিপাক্ষিক সেনাস্তরের কোনও পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। শুক্রবার রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’করে। সে সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন। হাতাহাতি এবং লাঠি-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ৬ জন জওয়ান ‘সামান্য আহত’ হন বলে সেনা সূত্রে খবর।
Indian troops inured in the face-off with Chinese troops at LAC in Tawang sector of Arunachal Pradesh have been admitted to a military hospital in Guwahati, Assam. https://t.co/MRUTdcO9Nc
— ANI (@ANI) December 12, 2022
সেনার এক সূত্রের মতে, ভারতীয় সেনা রুটিনমাফিক প্যাট্রলিং করছিল। টহলদারির সময়ে চিনা সেনার অন্তত ৩০০ জনের একটি দল প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করার চেষ্টা করে। এমনকি রীতিমতো ভারতের ভুখণ্ডে পা রাখারও চেষ্টা হয় বলে ওই সেনা সূত্র জানিয়েছেন। তাঁরা ভারতীয় সেনার টহলদারির কাজে বাধা দেয়। এলাকা দখল নিয়ে বাদানুবাদ শুরু করে লাল ফৌজ। যদিও পাল্টা প্রস্তুত ছিল ভারতীয় সেনাও। চিনের সমস্ত ছক ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়। আর তা করতেই সংঘাতে ভারত এবং চিনের বাহিনী জড়িয়ে পড়ে বলে দাবি ওই কর্তার। শুধু তাই নয়, ধাক্কা দিয়ে সীমান্ত থেকে লাল ফৌজকে ভারতীয় সেনার জওয়ানরা বার করে দেয় বলেও দাবি। বেশ কিছুক্ষণ ধরে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে হাতাহাতি চলে বলে জানাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক। ভারতীয় জওয়ানদের আঘাত খুব একটা গুরুতর নয়। তাঁদের হাতে, পায়ে এবং পিঠে লেগেছে। এমনকি মুখেও ঘুষির কারণে আঘাত লেগেছে বলে দাবি করা হয়েছে। তাঁর দাবি, ভারতীয় সেনার থেকে অনেক বেশি আক্রান্ত হয়েছে চিনের জওয়ানরা।
আরও পড়ুন: কাশ্মীরে কুখ্যাত জঙ্গির দোতলা বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনের সেনা অনুপ্রবেশ করে। তখনই চিনা ফৌজকে ভারতীয় বাহিনী বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। তাওয়াং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এই সমস্ত অঞ্চলে একাধিকবার চিনের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। তবে গালওয়ানের পর এটিই বড় ঘটনা বলে দাবি করা হচ্ছে। তবে এই ঘটনার পরেই সমস্ত এজেন্সিগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours