মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখ (Ladkh) সংঘাতের আবহে গত ২০২০ সাল থেকে ভারত ও চিনের সম্পর্ক তলানিতে গিয়েছে। বারবার সেনা পর্যায়ে বৈঠক হয়েছে কিন্তু মেলেনি সমাধান সূত্র। এরই মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর (LAC) সেনা মোতায়েন করেছে চিন। নির্মাণ কাজ চালিয়ে গিয়েছে। যুদ্ধ আবহ তৈরির চেষ্টাতে ব্যস্ত বেজিং। এবার চিনকে সমানে টেক্কা দিল ভারত। চিনের সঙ্গে পাল্লা দিয়েই এবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্ট্র্যাটেজিকাল পদ্ধতি অবলম্বন করেছে ভারত।
আরও পড়ুন: উচ্চতম নেতাজি মূর্তির আবরণ উন্মোচন করবেন মোদি, সাজ সাজ রব ইন্ডিয়া গেটে
সেনা সূত্রে খবর, অরুণাচলে কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় ভারতীয় সেনা জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরও সেনা মোতায়েন করা হচ্ছে। এর ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনের সেনাবাহিনীর সঙ্গে টক্কর দিতে পারবে ভারত। চলছে রাস্তা, সেতু, নির্মাণের কাজ। যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। এক উচ্চপদস্থ সেনা আধিকারিকের কথায়, অসম রাইফেলসের নজরদারিতে ওই অঞ্চলে সেনা প্রশিক্ষণ চলছে। অনুপ্রবেশ রুখতেই সেনার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে অনুমান।
আরও পড়ুন: মাদ্রাসাগুলি ছিল আল-কায়দার অফিস, বিস্ফোরক হিমন্ত! জানেন কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
সেনা সূত্রে খবর, মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের উপর নজর দেওয়া হয়েছে। ওই সেনা আধিকারিকের কথায়, "এই অঞ্চলে যে কোনওরকম পরিস্থিতির মোকাবিলা করতে সেনা প্রস্তুত।" কিবিথু, ওয়ালং এবং হুইলিয়াং-এর মতো কৌশলগতভাবে সংবেদনশীল এলাকায় ৪জি টেলিকম নেটওয়ার্ক সম্প্রসারণের দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। নজর রাখা হয়েছে উচ্চ দিবাং উপত্যকা অঞ্চলে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হবে, বলেও জানান ওই আধিকারিক। বায়ুসেনা নতুন হেলিপ্যাড নির্মাণ করছে বলেও খবর। জোর দেওয়া হচ্ছে অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড (ALG) এর ক্ষমতা সম্প্রসারণে। সেনার তরফে দাবি করা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিন পরিকাঠামোর দ্রুত উন্নতি ঘটাচ্ছে। তার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে ভারতীয় সেনাও। কোনওভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করবে না সেনা।
+ There are no comments
Add yours