Animal Cyborgs: ভারতীয় সেনায় এবার ইঁদুর বাহিনী! জানেন কী এই ‘র‍্যাট সাইবর্গ’?

হায়দ্রাবাদের ‘ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি’ বা ‘ডিওয়াইএসএল’-এর একঝাঁক তরুণ গবেষক এই ইঁদুরগুলিকে তৈরি করেছে
9b3f7946-2b18-4764-b35f-ba76ecd67634
9b3f7946-2b18-4764-b35f-ba76ecd67634

মাধ্যম নিউজ ডেস্ক: গোপনে শত্রুঘাঁটিতে ঢুকে আনাচ কানাচ ঘুরে খবর দেবে ইঁদুর বাহিনী। কোথায় লুকিয়ে আছে জঙ্গিরা, কী পরিমাণ অস্ত্রশস্ত্র আছে, কী কী পরিকল্পনা হচ্ছে সবই খুঁটিয়ে জেনে ভারতীয় বাহিনীকে বলবে সেনা-ইঁদুরের দল। সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকছে কিনা, শত্রু সেনার আক্রমণের সম্ভাবনা আছে কিনা সবই বলে দেবে। পুলিশ থেকে সেনা, নিরাপত্তা বাহিনীগুলিতে কুকুরের ব্যবহার বহুল প্রচলিত। কিন্তু, শত্রুপক্ষের অজান্তে,তাদের ভিডিয়ো ফিড প্রদান করার জন্য কাজে আসতে পারে ইঁদুরই। নয়া এই ভাবনা ভেবে ফেলেছে ডিআরডিও। স্পষ্ট করে বললে,‘ব়়্যাট সাইবর্গ’ (Rat Cyborg) বা ‘ইঁদুর সাইবর্গ’ভারতীয় সেনাকে কয়েক কদম এগিয়ে দেবে। ভারতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীরা পরীক্ষাগারে ইতিমধ্যেই এই ধরণের ইঁদুর তৈরি হয়ে গিয়েছে।

র‍্যাট সাইবর্গ আসলে কী

একেবারে জ্যান্ত ইঁদুর দিয়েই র‍্যাট সাইবর্গ (Rat Cyborg) তৈরি করছেন প্রতিরক্ষা বিজ্ঞানীরা। এখন মনে হতে পারে সাইবর্গ কী? সাইবর্গ হল বৈজ্ঞানিক উপায়ে তৈরি এমন প্রাণী যাদের মধ্যে যান্ত্রিক শক্তিও থাকবে। অর্থাৎ আধা প্রাণী-আধা যন্ত্র। ‘ইঁদুর সাইবর্গ’ আদতে স্বাভাবিক ইঁদুরই। তবে, তাদের মস্তিষ্কে বিজ্ঞানীরা একটি ইলেক্ট্রোড স্থাপন করেছেন। ওই ইলেকট্রোডের মাধ্যমে ইঁদুরটি বাইরে থেকে পাঠানো সঙ্কেত গ্রহণ করতে পারবে। অর্থাৎ, বিজ্ঞানীরা তাকে যেদিকে যাওয়ার সঙ্কেত দেবেন, ইঁদুরটি সেদিকেই যাবে। আর লাইভ ভিডিয়ো গ্রহণ করার জন্য এই ইঁদুরগুলির পিছনে একটি ছোট ক্যামেরা বেঁধে দেওয়া হবে। 

আরও পড়ুন: আরও একমাস জেল হেফাজতে মানিক, আদালতে আত্মসমর্পণ স্ত্রী-পুত্রের

কারা তৈরি করল

হায়দ্রাবাদের ‘ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি’ বা ‘ডিওয়াইএসএল’-এর (DYSL) একঝাঁক তরুণ গবেষক এই ইঁদুরগুলিকে তৈরি করেছে। এই ডিভাইসের রিমোর্ট কন্ট্রোল থাকবে সেনার হাতে। ইচ্ছামতো বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো যাবে সেই ডিভাইসে। আগে থেকেই প্রোগ্রামিং করা থাকবে সবকিছু। রিমোর্ট কন্ট্রোল দিয়ে শুধু চালনা করতে হবে ইঁদুরকে।  ধরা যাক, জঙ্গিদের কোনও গোপন ঘাঁটির খবর আনতে হবে। সেখানে এই ইঁদুরদের পাঠিয়ে দেওয়া হবে। বাইরে থেকে বোঝাই যাবে না, শরীরে যন্ত্র বসানো আছে। সাধারণ ইঁদুরদের মতোই তারা সেই এলাকার আনাচ কানাচে ঘুরে বেড়াবে। যন্ত্রে বসানো ক্যামেরা গোটা এলাকার ছবি ধরা পড়বে। এবার কোনখানে ঢুকলে অস্ত্রের খোঁজ মিলবে, কোথায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে সেটা আন্দাজ করে ইঁদুরদের সেখানে পাঠানো হবে। যদি জঙ্গিদের কোনও গোপন বৈঠকও হয়, তার সবটাই ভিডিওর মতো দেখতে পারবেন সেনা জওয়ানরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles