ED on Amnesty UK: দেশ বিরোধী কার্যকলাপের জন্যে ভারতে ৫১ কোটি টাকা পাঠিয়েছে অ্যামনেস্টি ইউকে, দাবি ইডির

দেশ বিরোধী কাজের মধ্যে ছিল কাশ্মীরের মতো স্পর্শকাতর ইস্যুও। 
Amnesty_UK
Amnesty_UK

মাধ্যম নিউজ ডেস্ক: দেশ বিরোধী কাজের জন্যে ভারতীয় শাখায় ৫১ কোটি টাকা পাঠিয়েছে অ্যামনেস্টি ইউকে (Amnesty UK)। এমনই বিস্ফোরক তথ্য সামনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই দেশ বিরোধী কাজের মধ্যে ছিল কাশ্মীরের মতো স্পর্শকাতর ইস্যুও। 

‘Kashmir: Entry to Justice’, ‘Justice for 1984 Sikh Bloodbath’ - সহ এরকম একাধিক দেশ বিরোধী প্রচার চালিয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থা (NGO)। ইডির দাবি, রফতানির নাম করে এই পুরো টাকাটাই পাঠানো হয়েছে বেআইনিভাবে। দিল্লির বিশেষ আদালতে এমনই তথ্য পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।    

আরও পড়ুন: অ্যামনেস্টি ইন্ডিয়াকে ৫২ কোটি টাকা জরিমানা ইডির, পার পেলেন না সংস্থার প্রধানও

ইডি জানায়, অ্যামনেস্টি ইউকে এআইআইপিএলকে (AIIPL) মানবাধিকার রিপোর্ট প্রস্তুত ও অন্যান্য কাজের নামে ৩৬ কোটি টাকা পাঠায়। ১০ কোটি টাকা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে পাঠায়। 

ইডির দাবি, এআইআইপিএল বিভিন্নভাবে দেশ বিরোধীদের বিভিন্ন কার্যকলাপে সাহায্য করত। এমনকি ২০১৭ সালের বিধানসভা ভোটের আগেই ১৯৮৪ সালের শিখ গণহত্যার বিষয়টিকে তুলে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ বিষয়টি ভারতে এখনও স্পর্শকাতর বিষয় হয়ে রয়ে গিয়েছে। আর সেখানেই খোঁচা দিতে চেয়েছিল অ্যামনেস্টি। এমনটাই আদালতে জানিয়েছে ইডি।

আরও পড়ুন: হুইল চেয়ারে আইসিসিইউ রোগী! পার্থকে দেখে বিস্মিত হৃদরোগ চিকিৎসকদের একাংশ  

জুলাইয়ের ৯ তারিখে অ্যামনেস্টি ইন্ডিয়াকে (Amnesty India) ৫২ কোটি টাকা জরিমানা করে ইডি। সংস্থাকে জরিমানা করেই ক্ষান্ত হয়নি ইডি। স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান আকার প্যাটেলকেও (Aakar Patel) ১০ কোটি টাকা জরিমানা করে কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থা। ফরেন এক্সচেঞ্জ আইন লঙ্ঘন করার অভিযোগে এই জরিমানা দিতে হবে বলে জানিয়েছে ইডি। ইডির তরফ থেকে নোটিসও পাঠিয়ে দেওয়া হয়েছে।  

কিছুদিন আগেই অ্যামনেস্টি ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেলের বিরুদ্ধে 'লুক আউট' নোটিস জারি করেছিল সিবিআই (CBI)। গত বছর ডিসেম্বর মাসে অ্যামনেস্টি এবং আকার প্যাটেলের বিরুদ্ধে মামলার চার্জশিট পেশ করেছিল তারা। সেখানেও বিদেশি অনুদান গ্রহণ করা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। তারপরেই লুক আউট নোটিস জারি করে আকার প্যাটেলের বিদেশ সফর আটকে দেওয়া হয়।  

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles