মাধ্যম নিউজ ডেস্ক: আবারও করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মঙ্গলবার রাতে ট্যুইট করে নিজেই অনুরাগীদের জানান এই খবর। গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।
গতকাল রাতে ১১ টা ২৫ মিনিট টুইটারে 'বিগ বি'লেখেন, “আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। তার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নেবেন।”
T 4388 - I have just tested CoViD + positive .. all those that have been in my vicinity and around me, please get yourself checked and tested also .. 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2022
আরও পড়ুন: হু হু করে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ১২ হাজারের বেশি
তবে তিনি বাড়িতেই আইসোলেশনে নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। এছাডৃাও করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়েও বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের বিগ বি।
এর আগেও ২০২০ সালের করোনার প্রথম ঢেউয়ের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর অমিতাভের ছেলে অভিষেকের বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তারপর অভিষেকের স্ত্রী ঐশ্বর্য ও তাঁদের মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসময় বিগ বি-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তিনি আক্রান্ত হওয়ার তিন সপ্তাহ পরে সুস্থ হয়ে অগাস্টে বাড়ি ফিরেছিলেন। প্রসঙ্গত, সামনেই অনেকগুলো কাজ রয়েছে তাঁর। বলিউড শেহানশাহকে অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এছাড়াও ‘গুডবাই’, ‘উনচাই’ ছবিতে দেখা যাবে। এই খবর পাওয়ার পর থেকেই তাঁর অনুরাগীরা চিন্তিত। বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য করেছেন সকলেই।
অন্যদিকে দেশে ফের করোনায় আক্রান্তের গ্রাফ ঊর্ধমুখী। কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার মুম্বই-এ ৮৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মুম্বই-এ সক্রিয় রোগীর সংখ্যা ৬২৬৯।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours