Amit Shah: বিজেপির শাসনে ত্রিপুরায় আর গোলা-বারুদের শব্দ শোনা যায় না, প্রচারে গিয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রিপুরাসুন্দরীকে প্রণাম জানিয়েই বক্তব্য শুরু করেন শাহ।
Amit_Shah
Amit_Shah

মাধ্যম নিউজ ডেস্ক: আর সাত দিন পরেই ত্রিপুরায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। এবার ময়দানে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই মুহূর্তে নির্বাচনী প্রচারে ত্রিপুরায় রয়েছেন তিনি। সোমবার ত্রিপুরায় একাধারে দুটি জনসভা এবং এক পদযাত্রা করলেন বিজেপির সেকেন্ড-ইন-কম্যান্ড। শান্তিরবাজারে জনসভার মধ্য দিয়েই নির্বাচনী প্রচার শুরু করলেন। আর বক্তব্যের শুরুতেই বাম-কংগ্রেসের দিকে আক্রমণ শানালেন তিনি। সভা থেকে বাং-কংগ্রেস জোটকে আক্রমণ শানানোর পাশাপাশি বিজেপির উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তিনি।

কী বললেন শাহ?  

ত্রিপুরাসুন্দরীকে প্রণাম জানিয়েই বক্তব্য শুরু করেন শাহ (Amit Shah)। তিনি বলেন, "৫ বছরে ত্রিপুরায় বদল এসেছে। আগে উগ্রবাদ, ড্রাগ পাচার, মানব পাচার, ভ্রষ্টাচার, আদিবাসীদের উপর অত্যাচার চলত। বিজেপির দুই মুখ্যমন্ত্রী বিপ্লব দে ও মানিক সাহার তৎপরতায় এই সমস্ত বন্ধ হয়েছে। প্রতিটি ঘরে জল, বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডার পৌঁছেছে। সুরক্ষার বাতাবরণ এসেছে।" 

আরও পড়ুন: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, জবকার্ডে আধার সংযোগ হয়নি, কেন্দ্রের বরাদ্দ আটকানোর ভয়ে নবান্ন?

তিনি আরও বলেন, "সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে শান্তি স্থাপনে মোদী সরকার বিশেষ তৎপর হয়েছে। ত্রিপুরায় আজ গোলাগুলির বদলে রেল আর বিমানের শব্দ মেলে। ৪০ হাজার আদিবাসীকে স্থায়ী চাকরি দিয়েছি।"

স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) এদিন বলেন, "দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছরে কখনও আদিবাসী রাষ্ট্রপতি হয়নি। আমরা এক দরিদ্র আদিবাসী ঘরের মহিলাকে রাষ্ট্রপতি করিয়েছি। আদিবাসীদের উন্নয়নে সারা দেশে ৩১ হাজার বাজেট বাড়িয়ে ৮৬ হাজার বরাদ্দ করেছি।"

বাম-কংগ্রেসকে এদিন একহাত নেন শাহ (Amit Shah)। তাঁর কথায়, "সিপিএম জিততে পারবে না জেনেই কংগ্রেসের সাথে জোট বেঁধেছে। তিপ্রামথার সাথে গোপনে সমঝোতা করেছে।" বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির অভিযোগ, বাম-কংগ্রেস ভোট দেওয়া মানে ত্রিপুরায় হিংসার পরিবেশ তৈরি করা।"

তবে এদিন জনসভা থেকে তৃণমূলের নাম একবারও নেননি শাহ (Amit Shah)। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একটি কথাও বলতে শোনা যায়নি তাঁকে। রাজনৈতিক মহলের মত, ত্রিপুরায় যে তৃণমূলের কোনও প্রাসঙ্গিকতাই নেই, শাহের এদিনের বক্তৃতা থেকেই তা স্পষ্ট।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles