Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

Aryan Khan: কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টরকে...
Sameer-_Aryan
Sameer-_Aryan

মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোদতরী মাদক মামলায় বেকসুর খালাস পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পেশ করতে অসফল হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবার সেই মাদক মামলায় (Drug case) তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) বদলি করা হল তামিলনাড়ুর চেন্নাইয়ে।

প্রমোদতরী 'ক্রুজ কর্ডেলিয়া' (Cordelia cruise) থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্রকে গ্রেফতারের নেপথ্যে ছিলেন এই প্রাক্তন এনসিবি আধিকারিক। ঘটনার তদন্তের গাফিলতি অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। আরিয়ানের বিরুদ্ধে চার্জশিটে কোনও প্রমাণই দেখাতে পারেনি এনসিবি। আরিয়ান মাদক কিনেছিলেন বা পাচার করেছিলেন এরকম কোনও প্রমাণ মেলেনি। এমনকি সে মাদক সেবন করেছিলেন কি না তাও জানা যায়নি।

আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

কারণ, এনসিবির কর্তারা গ্রেফতারের পর তাঁর কোনও মেডিক্যাল টেস্ট করাননি। সেই গাফিলতির মাশুলই কি দিতে হল সমীর ওয়াংখেড়েকে? সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ঘটনার জেরেই মুম্বাই থেকে চেন্নাইয়ে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি হলেন সমীর ওয়াংখেড়ে। জানা গিয়েছে, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন এই আইআরএস (IRS) অফিসার।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ২০২১ সালের ২ অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর। মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছিল এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে।

আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে এনডিপিএস আইনের (NDPS Act) ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজও হয় বাদশা-পুত্রের। পরবর্তী সময়ে জামিন মঞ্জুর হলেও নিয়মিত এনসিবি দফতরের ডেকে জেরা করা হয়েছে তাঁকে।

অবশেষে ক্লিনচিটও পান আরিয়ান খান। সম্প্রতি আরিয়ানকে নির্দোষ বলে নিষ্কৃতি দেয় এনসিবি। আর এর পরই সমীরের বদলিতে অনেকেই মনে করছেন দুটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত।

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles