মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার ২৩ বছর পর ফের পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) হচ্ছে পাহাড়ে। ২০০০ সালে শেষবার পঞ্চায়েত নির্বাচন হয় দার্জিলিঙে। তখন দার্জিংলিঙের (Darjeeling) অধীনে ছিল কালিম্পং। এবার দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট। পুলিশ সূত্রের খবর, দার্জিলিঙে ২৭টি ‘স্পর্শকাতর’ এলাকা রয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশের সঙ্গে মোতায়েন রাখা হয়েছে। প্রত্যেক থানা এলাকায় ‘ক্লোজড-সার্কিট ক্যামেরা’র নজরদারির বন্দোবস্ত রয়েছে। দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম এবং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়মাবলি মেনেই সব বন্দোবস্ত করা হয়েছে।
শান্তিপূর্ণ ভোটের আর্জি
২০১১ সালের পরে রাজ্যে পালাবদল হলেও পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দামামা বাজেনি পাহাড়ে। তবে আঞ্চলিক স্তরে বর্তমানে পাহাড়ে একাধিপত্য রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের। বহুদিন থেকেই দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। পাহাড়ের ২টি বিধানসভা কেন্দ্রও রয়েছে পদ্ম শিবিরের দখলে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ঠেকাতে অন্যান্য ছোটখাটো আঞ্চলিক দলগুলিকে নিয়ে পঞ্চায়েত ভোটের আবহে জোট করার উদ্যোগ নিয়েছে বিজেপি। পাহাড়ে চলছে ভোট উৎসব। রাজু বিস্তা থেকে বিমল গুরুং, মন ঘিসিংয়েরা দলীয় দফতর, বাড়ি থেকে ভোটের প্রস্তুতি নিয়েছেন।
আরও পড়ুন: নির্দল কর্মীকে কুপিয়ে খুন, প্রতিবাদে রণক্ষেত্র কদম্বগাছি, খড়গ্রামে মৃত্যু তৃণমূল কর্মীর
শান্তির পরিবেশ বজায় রেখে ভোটে (Panchayat Election 2023) নামার জন্য দলীয় নেতা-কর্মী এবং বিরোধীদের কাছে আবেদন জানিয়েছেন ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এর প্রধান অনীত থাপা। প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা বলেন, ‘‘পাহাড়ে শান্তি ফিরেছে। পাহাড়ের গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েতি রাজ চালু হওয়ার মুখে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। উৎসবের মেজাজে সব এলাকায় ভোট হবে।’’ বাবার চিকিৎসার জন্য হায়দরাবাদে থাকলেও, শান্তিপূর্ণ ভোটের আবেদন করেছেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডও। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, ‘‘শাসকের দুর্নীতি, প্রলোভন এড়িয়েই নতুন আলোর জন্য ভোট দেবেন মানুষ। যৌথ গোর্খা মঞ্চের প্রার্থীরা জিততে চলেছেন।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours