মাধ্যম নিউজ ডেস্ক: আধার (Aadhaar) কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক থাকতেই হবে। এমনটাই বাধ্যতামূলক হয়েছে সারা দেশে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবার জন্যই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় গত বছরেই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানায় আধার (Aadhaar) কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করে রাখার শেষ দিন ছিল ৩১ মার্চ, ২০২২। কিন্তু পরবর্তীতে সময়সীমা এক বছরের জন্য বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৩ করা হয়। এই সময়ের মধ্যে যাঁরা লিঙ্ক করতে পারবেন না তাঁদের জরিমানা হিসেবে সামান্য কিছু টাকা দিতে হবে। জরিমানার পরিমান খুব সম্ভবত হতে চলেছে ১০০০ টাকা।
এখনও যদি আধার (Aadhaar) কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে তা ৩১ মার্চের মধ্যেই করে ফেলুন। যদি লিঙ্ক না করতে পারেন, তা হলে মারাত্মক বিপদের হতে পারে। হয়তো ইনকাম ট্যাক্স রিটার্নই ফাইল করতে পারবেন না।
আধার (Aadhaar) প্যান লিঙ্ক হয়েছে কি না, অনলাইনে চেক করবেন কীভাবে
প্রথমেই আপনাকে ঢুকতে হবে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in/)।
সেখানে গিয়ে ‘”Aadhaar Services’ অপশনে ক্লিক করুন এবং তারপর ‘Aadhaar Linking Status’ বাছুন।
নিজের ১২ অঙ্কের আধার নম্বরটি দিন এবং তারপরে ‘Get Status’ অপশনে ক্লিক করুন।
এরপর প্যান নম্বরটিও দিতে বলা হবে। সেটি দিয়ে দিন এবং সিকিওরিটি ভেরিফিকেশনের জন্য ক্যাপচা কোর্ডটিও দিয়ে দিন।
এবার আধার-প্যান লিঙ্কিংয়ের স্ট্যাটাস জানতে ক্লিক করুন ‘Get Linking Status’ অপশনে।
এখান থেকেই আপনি দেখতে পাবেন, আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না।
উল্লেখযোগ্যভাবে, আপনার আধার-প্যান লিঙ্কিংয়ের স্ট্যাটাসটি আপনি জেনে নিতে পারবেন NSDL ই-গভার্ন্যান্স ওয়েবসাইট (https://www.nsdl.com/) থেকে । পাশাপাশি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের SMS ফেসিলিটি থেকেও জানতে পারবেন, আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কি না।
আধার-প্যান লিঙ্ক করেছেন কি না, SMS করেও জানতে পারবেন
প্রথমেই টাইপ করুন UIDPAN, তারপর একটা স্পেস দিয়ে দিন
ওই স্পেসের পরে আপনার ১২ অঙ্কের আধার নম্বরটি দিয়ে দিন
আবার একটা স্পেস দিন। তারপরে ১০ ডিজিটের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিন।
এবার 567678 বা 56161-এর মধ্যে যে কোনও একটি নম্বরে SMS পাঠিয়ে দিন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours