Ghar Wapsi: প্ররোচনা দিয়ে করা হয়েছিল খ্রিস্টান, ফের সনাতন ধর্মে ফিরলেন প্রায় ১৫০ হিন্দু

Sanatan Dharma: যোগী রাজ্যে ‘ঘর ওয়াপসি’, খ্রিস্টান থেকে হিন্দু হল ৩০টি পরিবার
Untitled_design(986)
Untitled_design(986)

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের মিরাটের ৩০টি পরিবারের প্রায় ১৫০ জন হিন্দুকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। তাঁদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হল সনাতন ধর্মে (Sanatan Dharma)। গত ১০ নভেম্বর, ঘর ওয়াপসির (Ghar Wapsi) এই অনুষ্ঠান বৈদিক রীতি মেনেই অনুষ্ঠিত হয়েছে। জানা গিয়েছে, হিন্দুদের খ্রিস্টান করার চক্রান্তের পিছনে রয়েছেন পাস্তুর বিজ্জু ম্যাথিউ নামের এক ব্যক্তি। সূত্রের খবর, তাঁর বাড়ি কেরলে। পুলিশের জেরার মুখে পাস্তুর জানিয়েছেন, ৩০০ হিন্দু পরিবারকে তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছেন। প্রতিটি ক্ষেত্রেই তিনি অর্থের প্রলোভন দেখিয়ে, দরিদ্র হিন্দুদের বিয়ে দিয়ে, শিক্ষার দায়িত্ব নিয়ে অথবা স্বাস্থ্য বিষয়ক পরিষেবা দিয়েই ধর্মান্তকরণের কাজ করতেন।

উত্তরপ্রদেশের মিরাটের কঙ্করখেদা পুলিশ স্টেশনের ঘটনা 

জানা গিয়েছে, ম্যাথিউ এবং তাঁর স্ত্রী দুজনেই এই কাজে সক্রিয় ছিলেন। এই ঘটনার মামলা দায়ের হতেই ম্যাথিউকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ এবং বর্তমানে তিনি জেলে রয়েছেন। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের কঙ্করখেদা পুলিশ স্টেশনে। স্থানীয়দের সূত্রে খবর, ম্যাথিউ এবং তাঁর স্ত্রী দুজনেই বিগত আড়াই মাস ধরে এই এলাকায় ভাড়ায় ছিলেন (Ghar Wapsi)। সেখানেই খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণের কাজ করতেন তাঁরা।

আরও পড়ুন: কোভিডকালে বন্ধু হয়ে পাশে ছিলেন, ‘ডমিনিকা’-র সর্বোচ্চ জাতীয় সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

ধর্মান্তকরণের তিন পদ্ধতি 

প্রতি রবিবার নিজের বাড়িতে তিনি প্রার্থনাসভার আয়োজন করতেন এবং হিন্দুদের (Ghar Wapsi) সেখানে আহ্বান জানাতেন। এই ঘটনা স্থানীয় হিন্দু সংগঠনের (Sanatan Dharma) চোখে পড়তেই তারা পুলিশের দ্বারস্থ হয়। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে ম্যাথিউস তিন ধরনের প্ররোচনা দিতেন বলে জানা গিয়েছে। প্রথমত, দরিদ্র হিন্দুদের বাড়ির ছেলে মেয়েদের বিবাহের খরচ বহন করতেন, দ্বিতীয়ত, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদেরকে দিতেন, তৃতীয়ত কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসার খরচ বহন করতেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles