মাধ্যম নিউজ ডেস্ক: নোটিশ দিয়ে ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছে বড়মার মন্দির (Barama Temple)। অথচ নৈহাটি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে মন্দিরে ঢুকে দিব্যি পুজো দিলেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। মায়ের কাছে পুজো দিতে আসা অসংখ্য ভক্ত মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন। সব মিলিয়ে উপনির্বাচনের দিন সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে নৈহাটির অরবিন্দ রোড চত্বরে রীতিমতো উত্তেজনা দেখা দেয়।
বিক্ষোভ দেখালেন ভক্তরা (Barama Temple)
এদিন রাজ্যে ৬টি বিধানসভার মধ্যে নৈহাটিতেও উপনির্বাচন হচ্ছে। ভোটের জন্য নৈহাটির বড়মার মন্দির (Barama Temple) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই মর্মে ফেসবুকে মন্দির কমিটির তরফে পোস্টও করা হয়। মন্দিরের গেটেও মন্দির বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়। কিন্তু তা খেয়াল না করায় অন্যান্য দিনের মতো এদিনও মন্দিরের সামনে ভক্তদের লম্বা লাইন পড়ে। দূরদুরান্ত থেকে এসে ভক্তরা মন্দির বন্ধ শুনে অনেকেই হতাশ হয়ে সেখানে বসে পড়েন। ভক্তরা বলেন, মন্দির বন্ধ থাকার বিষয়টি আমরা জানতাম না। আগাম ঘোষণা করা হয়নি। সকাল থেকে লাইন দিয়ে ভক্তরা দাঁড়িয়েছিলেন। আমিও লাইনে দাঁড়াই। পরে, জানতে পারি মন্দির এদিন বন্ধ রাখা হয়েছে। তাই, সকলেই ফিরে যাচ্ছিলাম। এই সময় দেখলাম তৃণমূলের প্রার্থী আসতেই মন্দিরের গেট খুলে গেল। তিনি ভিতরে গিয়ে পুজো দিলেন। এটা তো দ্বিচারিতা। তাই, আমাদের মতো বহু ভক্ত ক্ষোভে ফেটে পড়েন। মন্দির কর্তৃপক্ষ দ্বিচারিতা করল কেন? বেশ কিছু সময় ধরে চলা এই বিক্ষোভ প্রশমিত করতে বড়মার মন্দিরের দরজা খুলে দেওয়া হয় কেবলমাত্র সেই সময় উপস্থিত থাকা ভক্তদের জন্য। তবে কোনও পুজোর আয়োজন হয়নি। মায়ের দর্শন করেই খুশি হন দূর থেকে আসা ভক্তরা।
আরও পড়ুন: “মহা বিকাশ আগাড়ি দুর্নীতির সব চেয়ে বড় খেলোয়াড়”, তোপ মোদির
মন্দির কর্তৃপক্ষের কী বক্তব্য?
বড়মার (Barama Temple) ট্রাস্টি কমিটির সদস্য অরিত্র বন্দ্যোপাধ্যায় বলেন, "মন্দির যে বন্ধ থাকবে তা দু'দিন আগে পোস্ট করে জানানো হয়েছিল। প্রতিদিন এই মন্দিরে প্রায় ৫ হাজার ভক্ত সমাগম হয়। ভোটের দিনে এই ভিড় সামাল দেওয়া সম্ভব হত না। আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ দিন সকালে যে ভক্তরা এসেছিলেন তাঁদের জন্য দরজা খুলে দর্শনের ব্যবস্থা করা হয়। তবে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়নি।" তৃণমূল প্রার্থীর জন্য আলাদা করে দরজা খোলা হয়েছিল কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তৃণমূল প্রার্থী সনৎ দে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours