Usha Chilukuri Vance: দাদু ছিলেন আরএসএস কর্মী, মার্কিন ভাবী ভাইস প্রেসিডেন্টের স্ত্রীর ভারত-যোগ

RSS: জরুরি অবস্থার সময় ভারতে কারাবরণও করেছিলেন আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী ঊষার দাদু...
Gbr3_lAakAAM02-
Gbr3_lAakAAM02-

মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের জয়জয়কার। ফের একবার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে জেডি ভান্সকে তাঁর ‘রানিং মেট’ হিসেবে মনোনীত করেছিলেন ট্রাম্প। ফলে, এখন তিনি প্রেসিডেন্ট হলে, ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন ভান্স। জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুড়ি ভান্স (Usha Chilukuri Vance) আবার একজন ভারতীয় বংশোদ্ভূত। ঊষার দাদু ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কর্মী। ভারতে জরুরি অবস্থার সময় (১৯৭৫-১৯৭৭) তাঁকে কারাবরণ করতে হয়েছিল।

ঊষার ভারত-যোগ

৩৮ বছর বসয়ি ঊষা চিলুকুড়ি ভান্স (Usha Chilukuri Vance) ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তাঁর বেড়ে ওঠা। তাঁর বাবা-মা ভারত থেকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। ঊষা চিলুকুড়ি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। দীর্ঘদিন আইনি বিভাগে কাজ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জন রবার্টস এবং বিচারপতি ব্রেট কেভানার অধীনেও কাজ করেছেন৷ 

ঊষার ৯৬ বছর বয়সি কাকিমা শান্তাম্মা চিলুকুরি, ভারতের প্রবীণতম অধ্যাপক হিসেবে পরিচিত, এখনও প্রতিদিন ৬০ কিলোমিটার যাত্রা করে বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়ান। তিনি বলেছেন, ‘‘আমার স্বামী সুব্রহ্মণ্যর বড় দাদা ছিলেন রামশাস্ত্রী। ঊষা হল রামশাস্ত্রীর নাতনি। আমার স্বামী এমার্জেন্সির সময় ২ বছর কারাবাসও করেছিলেন।’’ তিনি আরও জানান, তাঁঁদের পরিবার বেদ ও উপনিষদ চর্চায় পারদর্শী। ঊষার দাদু এবং বাবা দুজনই আইআইটি-র সঙ্গে জড়িত ছিলেন।

ঊষার জীবনবৃত্তান্তও চমকপ্রদ 

ঊষার (Usha Chilukuri Vance) নিজস্ব জীবনবৃত্তান্তও চমকপ্রদ। ভারতীয় অভিবাসীদের কন্যা ঊষা মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী। ২০১৪ সালে কেন্টাকিতে জেডির সঙ্গে বিয়ে হয় তাঁর। এদিকে শুরুতে ২০১৪ সাল পর্যন্ত ঊষা রেজিস্টার্ড ডেমোক্র্যাট ছিলেন। পরে ২০২২ সালে তিনি রেজিস্টার্ড রিপাবলিকান হন। ঊষা জানান, জেডি ভান্সের সঙ্গে তাঁর দেখা হয় ইয়েল ল স্কুলে। প্রথম থেকেই জেডিকে খুব ‘ইন্টারেস্টিং’ লেগেছিল ঊষার। নিজের স্বামীকে ঊষা ‘ওয়ার্কিং ক্লাস’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি জানান, জেডি ভান্স তাঁর জন্যই ভারতীয় খাবার রান্না করতে শিখেছিলেন। এমনকি ঊষার মাকেও ভারতীয় পদ রান্না করে খাওয়ান জেডি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles