মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকাগামী সমস্ত বিমান পরিষেবা বাতিল করেছে একাধিক ভারতীয় বিমান সংস্থা। বাংলাদেশে গিয়ে সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয়। দেশে পরিবারের লোকজন চরম দুশ্চিন্তায় রয়েছে। এই আবহের মধ্যে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিশেষ বিমানে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন ২০৫ জন ভারতীয়। বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি নামেন ওই যাত্রীরা। তাদের মধ্যে ছিল ছয় শিশুও। বিমান সংস্থার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মধ্যরাত পেরিয়ে ঢাকায় পৌঁছয় বিমানটি। সেখান থেকে এদিন ভারতীয়দের নিয়ে দিল্লি ফেরে।
দিল্লি-ঢাকা রুটে বিমান পরিষেবা চালু! (Bangladesh Crisis)
জানা গিয়েছে, বুধবার থেকে দিল্লি-ঢাকা (Bangladesh Crisis) রুটে ফের বিমান পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়া (Air India)। তবে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এখনই। ওই রুটে আপাতত প্রতিদিন মাত্র দু'টি উড়ান চালু থাকছে। আপাতত দিনে এবং সন্ধ্যায় একটি বিমান দুই দেশের মধ্যে চালাবে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি, বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে ভিস্তারা এবং ইন্ডিগোও। ভিস্তারার একটি বিমান প্রতিদিন মুম্বই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এছাড়া দিল্লি-ঢাকা সাপ্তাহিক তিনটি বিমান চলবে। সাধারণত, ইন্ডিগো বিমানসংস্থার দিল্লি, মুম্বই এবং চেন্নাই থেকে ঢাকাগামী তিনটি দৈনিক উড়ান রয়েছে। কলকাতা থেকে ঢাকা যাওয়ার জন্য রয়েছে দৈনিক দু'টি বিমান। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে দৈনিক কতগুলি উড়ান চালু থাকবে (Air India), তা এখনই বলা যাচ্ছে না। শুধু বিমান নয়, বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে ভারত থেকে বাংলাদেশগামী ট্রেন, বাসও। ফলে দু'দেশেই আটকে পড়েন বহু নাগরিক। তবে, আপাতত বিমান পরিষেবা চালু হওয়ায় খানিকটা স্বস্তির নি:শ্বাস ফেলেছেন দুই দেশে আটকে থাকা যাত্রীরা।
আরও পড়ুন: বাংলাদেশে ইস্কনের মন্দির ভাঙচুর, ছত্রখান বিগ্রহও
এয়ার ইন্ডিয়া (Air India) কী বলল?
এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার এক আধিকারিক বলেন, "বাংলাদেশ (Bangladesh Crisis) থেকে ভারতে যাত্রীদের ফেরানোর জন্য মঙ্গলবার গভীর রাতে বিমানটি রওনা দেয়। অশান্ত পরিবেশে ঢাকা বিমানবন্দরে পরিকাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও খুব কম সময়ের নোটিশে দিল্লিতে ভারতীয়দের ফিরিয়ে আনতে পেরেছে বিমানটি।" প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর থেকেই খুলে দেওয়া হয়েছে পেট্রাপোল, বেনাপোল, হিলিতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থলবন্দরের গেট। বুধবার চালু হল বিমান পরিষেবাও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours