মাধ্যম নিউজ ডেস্ক: 'ছুটি-ছুটি-চল নেব লুটি'! চলতি বছরের অগাস্টে (Holidays in August) সরকারি কর্মীরা দুই ধাপে প্রায় সাতদিন পরপর ছুটি পাবেন। ফলে রোজকার একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন কাছাকাছি কোথাও। মন হালকা থাকবে। কাজের বোঝা কমবে। আর ঘুরতে না গেলে বাড়িতে ওয়েব সিরিজে ডুব দিতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা। হতে পারে আসছে পুজোর কেনাকাটাও।
পর পর ছুটি
অগাস্টের ১৫ তারিখ (Holidays in August) স্বাধীনতা দিবস পড়েছে বৃহস্পতিবার, আবার রাখীবন্ধন ১৯ অগাস্ট সোমবার। শনি ও রবি এমনিতেই সপ্তাহের শেষ দুইদিন শুক্রবার একটা ছুটি ম্যানেজ করলেই একটানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। চট করে ঘুরে আসা যেতে পারে বর্ষার পুরুলিয়া, বাঁকুড়া। পাড়ি জমানো যেতে পারে পাহাড়েও। এরপর টানা ছুটি জন্মাষ্টমীর সময়ে। ২৬ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি। ২৪ ও ২৫ শনি-রবি। একেবারে তিনদিন মজা করত সাগরে পাড়ি দিন। বা সুন্দরবনে চলে যান ইলিশ উৎসবে।
আরও পড়ুন: মোদি সরকারের ‘টপস’ এবং ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের প্রশংসা ব্রোঞ্জ জয়ী মনু ভাকেরের
ব্যাঙ্ক বন্ধ (Bank Remain Closed)
সারা বছরের মধ্যে কোন মাসে কবে কবে ছুটি থাকবে তা আগে থেকেই রিজার্ভ ব্যাঙ্ক তালিকায় প্রকাশ করে থাকে। সেই তালিকায় দেখা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ অগাস্টে (Holidays in August) মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩ অগাস্ট- কের পুজোর জন্য আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
৪ অগাস্ট- রবিবার পুরো দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক
৭ অগাস্ট- হরিয়ালি তিজ পরবের জন্য ছুটি হরিয়ানাতে
৮ অগাস্ট- গ্যাংটকে ছুটি থাকবে ব্যাঙ্ক তাদের 'গ্যাংরম লো রাং ফট' নামে উৎসবের জন্য
১০ অগাস্ট- দ্বিতীয় শনিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক
১১ অগাস্ট- রবিবার বন্ধ ব্যাঙ্ক
১৩ অগাস্ট- দেশপ্রেমিক দিবসের জন্য ইম্ফলে ব্যাঙ্ক ছুটি
১৫ অগাস্ট- স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক
১৮ অগাস্ট- রবিবারের জন্য ব্যাঙ্ক বন্ধ
১৯ অগাস্ট- রাখি পূর্ণিমার জন্য ব্যাঙ্কে ছুটি থাকবে
২০ অগাস্ট- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্যে কোচি ও তিরুবনন্তপুরমে বন্ধ ব্যাঙ্ক
২৪ অগাস্ট- চতুর্থ শনিবারের জন্য বন্ধ ব্যাঙ্ক
২৫ অগাস্ট- রবিবার ছুটি ব্যাঙ্কে সারা দেশেই
২৬ অগাস্ট- জন্মাষ্টমীর জন্য ছুটি থাকবে ব্যাঙ্কে
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours