মাধ্যম নিউজ ডেস্ক: ছোট থেকেই অনেকে স্বপ্ন দেখেন, উচ্চশিক্ষা নিতে বিলেত পাড়ি দেবেন। না এখন আর শুধু বিলেত নয়, বিদেশ বলা যেতে পারে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউক্রেন উচ্চশিক্ষার জন্য পৃথিবীর নানা প্রান্তে ছুটে যাচ্ছেন মেধাবী ছাত্রছাত্রীরা। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে, গতবছর ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সাড়ে ৭ লাখেরও বেশি শিক্ষার্থী বিদেশে যাত্রা করেছেন। এই প্রবণতা আগামী বছরগুলিতে অব্যাহত থাকবে বলেই মনে করছে শিক্ষামহল। কিন্তু বিদেশে (Foreign Studies) পড়ার ইচ্ছে থাকলেই তো হবে না, তার জন্য দিতে হবে নানান পরীক্ষা। আর সবার আগে জানতে হবে ইংরেজি। আন্তর্জাতিক স্তরে এই ভাষাটি না জানলে চলা কঠিন। কোনও ছাত্র ছাত্রী ইংরেজিতে কতটা দক্ষ তা জানতে দিতে হয় আইইএলটিএস (IELTS Exam) পরীক্ষা।
আইইএলটিএস পরীক্ষা কী (IELTS Exam)
আপনি যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন (Foreign Studies) করেন তবে আপনাকে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য বৈধ প্রমাণ জমা দিতে হবে। আপনি যে কোনও বিশ্বব্যাপী স্বীকৃত ইংরেজি ভাষা পরীক্ষার শংসাপত্রের মাধ্যমে আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করতে পারেন। আইইএলটিএস (IELTS) পরীক্ষা হল ইংরেজি ভাষার মূল্যায়নের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য একটি পন্থা। আইইএলটিএস-এর জন্য প্রস্তুতি নেওয়া চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু সঠিক কৌশল মেনে পড়লে সহজেই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়।
কী কী জানতে হয় (IELTS Exam)
শ্রবণ: এই বিভাগে চারটি রেকর্ড করা কথোপকথন ও মনোলোগ দেওয়া থাকে। প্রার্থীরা যা শুনে তার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেয়।
পড়া: প্রার্থীরা তিনটি অনুচ্ছেদ পড়েন এবং প্রশ্নের উত্তর দেন যা তাদের বোঝার দক্ষতা মূল্যায়ন করে। প্যাসেজগুলি সাধারণত বই, সংবাদপত্র, ম্যাগাজিন বা অন্যান্য জায়গা থেকে নেওয়া হয়।
লেখা: লেখার বিভাগে, প্রার্থীদের দুটি কাজ করতে হয়
টাস্ক ১: চাক্ষুষ তথ্য বর্ণনা করতে হবে (যেমন, চার্ট, গ্রাফ, ডায়াগ্রাম)
টাস্ক ২: একটি সাধারণ বিষয়ে প্রবন্ধ লিখতে হবে
কথা বলা: এখানে একজন বিশেষজ্ঞের মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে একজন প্রার্থীর কথা বলার দক্ষতা দেখা হয়। এটা আবার তিনভাগে বিভক্ত। প্রথমে একটি বিষয় নিয়ে আপনার মতামত ইংরেজিতে বলতে হবে। তারপরে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর রিডিং পড়তে হবে।
আরও পড়ুন: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ
কীভাবে এই পরীক্ষা দেবেন (IELTS Exam)
অনলাইনে রেজিস্টার করুন এবং ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে পরীক্ষার ফি প্রদান করুন
যেকোনও আইডিপি শাখা বা ইনপুট নোডে ব্যক্তিগতভাবে রেজিস্টার করুন
কুরিয়ার দ্বারা নিবন্ধন করুন এবং একটি ডিমান্ড ড্রাফ্ট বা আইসিসিআই/এইচডিএফসি ডিপোজিট স্লিপ ব্যবহার করে ফি প্রদান করুন৷
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours