মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের। যদিও এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। ভারতীয় মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে। রবিবার এবং সোমবার ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়বে। ফলে এই দুর্যোগের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে ট্রেন। একই ভাবে বেশকিছু ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে। মূলত দিঘার এক্সপ্রেস, মেমু, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকবে ৮০-৯০ কিমি প্রতি ঘণ্টা।
কোন কোন ট্রেন বাতিল (Cyclone Remal)?
দক্ষিণ পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছে। এই ট্রেনগুলি হল-
১) ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: যে ট্রেনটি শনিবার (২৫ মে) পুরী থেকে ছাড়বে, তা খড়্গপুর পর্যন্ত আসবে।
২) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।
৩) ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: ২৬ মে বাতিল থাকবে।
৪) ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন: রবিবার (২৬ মে) সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন: সোমবার (২৭ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।
৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সোমবার (২৭ মে) বাতিল করে দেওয়া হয়েছে।
৭) ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: রবিবার (২৬ মে) দিঘা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা খড়্গপুর থেকে ছাড়বে।
৮) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) বাতিল করে দেওয়া হয়েছে।
রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে ঝড়
জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) শনিবারে বঙ্গপোসাগরে তৈরি হবে। এরপর ক্রমশ উত্তর দিকে সরে আসবে। এরপর রবিবার মধ্যরাতে প্রবল রূপ নিয়ে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে আছড়ে পড়বে। একই ভাবে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে বাংলাদেশের পশ্চিম উপকূল পার করবে এই ঝড়। তবে ঝড়ের গতি কথাও কথাও ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি হতে পারে। ইতিমধ্যে উপকুল এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যে শুরু ষষ্ঠ দফার ভোটগ্রহণ, কোন কেন্দ্রে কোন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
+ There are no comments
Add yours