মাধ্যম নিউজ ডেস্ক: সুপার সিক্সের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে ভারতের যুব দল। তারা নেট রান-রেটের নিরিখে পাকিস্তানকে পিছনে ফেলে সুপার সিক্সের এক নম্বর গ্রুপের শীর্ষে থাকে। ভারতের নেট রান-রেট +৩.১৫৫। সেমিফাইনালে ভারতের সামনে দুই নম্বর গ্রুপের দ্বিতীয় দল দক্ষিণ আফ্রিকা। সুপার সিক্সের এক নম্বর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠায় পাকিস্তানকে শেষ চারের লড়াইয়ে নামতে হবে অন্য গ্রুপের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
📝 Form guide
— ICC Cricket World Cup (@cricketworldcup) February 5, 2024
🔑 Key players
How the final four teams at the #U19WorldCup shape up 💪https://t.co/TgofJeBG3z
শেষ চারের লড়াই
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের সামনে আয়োজক দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ নয়। তবে যুব বিশ্বকাপের আসরে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ লিগের চার পয়েন্ট সঙ্গে নিয়ে চলতি যুব বিশ্বকাপের সুপার সিক্সে ওঠে ভারত। তারা সুপার সিক্স রাউন্ডে নিজেদের ২টি ম্যাচেই জয় তুলে নেয়। টুর্নামেন্টে এখনও অপরাজেয় ভারত। আর দুটো ধাপ পেরোতে পারলেই ট্রফি জয়ের স্বাদ পাবে ভারত।
We're down to the final four 🏏
— ICC Cricket World Cup (@cricketworldcup) February 4, 2024
All you need to know ahead of the #U19WorldCup semi-finals 📝https://t.co/4iMSvOEDJ8
টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ভারত ও পাকিস্তান নিজেদের সেমিফাইনাল জিতলে ফাইনালে হবে মহারণ। যার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। রবিবার, টান টান ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সেই আশা আরও বাড়িয়ে দিয়েছে তারা। বাইশ গজে যে কোনও ফরম্যাটে যে কোনও পর্যায় ভারত-পাক ম্যাচ বিশেষ গুরুত্ব বহন করে। তবে ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া পড়লেও লড়াই জমে যাবে। তখন রোহিতদের বদলা নিতে হবে উদয়দের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours