মাধ্যম নিউজ ডেস্ক: এত কড়াকড়ি করার পরও কোনও কাজ হল না। ফের মুখ পুড়ল মধ্যশিক্ষা পর্যদের। মাধ্যমিক (Madhyamik 2024) পরীক্ষা শুরু হওয়ার পরই ফাঁস হয়ে গেল প্রশ্ন পত্র। শুক্রবার মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষে দেখা গেল, আসলের সঙ্গে সম্পূর্ণটাই মিলে গিয়েছে ভাইরাল প্রশ্ন। জানা গিয়েছে, মালদহ থেকে ছড়িয়েছিল এই ছবি। ইতিমধ্যেই প্রশ্নফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে।
কীভাবে ধরা পড়ল? (Madhyamik 2024)
মাধ্যমিকে (Madhyamik 2024) প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই বদ্ধ পরিকর ছিল মধ্যশিক্ষা পর্ষদ। একাধিক পদক্ষেপ করা হয়েছিল। এমনকী পরীক্ষার্থীদের আগে পরীক্ষা কেন্দ্রে ঢোকার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষার্থীদের ওপর বিশেষ নজরদারির ব্যবস্থা ছিল। আর এতদিন সব থেকে যেটা চ্যালেঞ্জের ছিল পর্ষদের কাছে তা হল প্রশ্ন পত্র কোনওভাবে যাতে ফাঁস না হয় তা সুনিশ্চিত করা। আর সেটা করতে উদ্যোগ গ্রহণ করেছিল পর্ষদ। জানা গিয়েছে, প্রশ্ন ফাঁস রুখতেই এবছর প্রশ্নপত্রে কিউআরকোডের পদ্ধতি চালু করেছে পর্ষদ। যাতে কোনওভাবে প্রশ্ন ছড়িয়ে পড়লে সহজেই জানা যায় কে এই ঘটনার পিছনে রয়েছে। এদিন পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন পত্র ছড়িয়ে পড়তেই ঘুম উড়ে যায় পর্ষদের কর্তাদের। কারণ, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরীক্ষা শেষ হতেই দেখা গেল ভাইরাল ছবিটি আসল প্রশ্নপত্রের দ্বিতীয়পাতার। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রশ্নে থাকা কিউআরকোড থেকে থেকে মালদহের দুই ছাত্রকে শনাক্ত করেছে পর্ষদ। তারাই সম্ভবত এই প্রশ্নফাঁসের নেপথ্যে। ইতিমধ্যেই তাদের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। তবে, কেন তারা এই ধরনের কাজ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে কেউ রয়েছে কি না তদন্ত শুরু করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours