ISRO: ইসরোর মুকুটে নয়া পালক, সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে ফিরল চন্দ্রযানের প্রোপালশন মডিউল

ফের বাজিমাত ইসরোর... এমন কাজ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, যা তাক লাগিয়ে দিল সকলকে
chandrayaan-3-new3
chandrayaan-3-new3

মাধ্যম নিউজ ডেস্ক: ইসরোর (ISRO) মুকুটে জুড়লো ফের নয়া পালক। গত অগাস্ট মাসেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। সেই চন্দ্রযানের প্রোপালশন মডিউলকে সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এতদিন পর্যন্ত চাঁদের কক্ষপথেই ঘুরছিল চন্দ্রযানের প্রোপালশন মডিউল। তা এবার ফিরে এল পৃথিবীর কক্ষপথে।

মহাকাশযানকেও ফিরিয়ে আনতে পারে ইসরো

এ থেকে প্রমাণ হল যে চাঁদের কক্ষপথে থাকা মহাকাশযানকেও সাফল্যের সঙ্গে ফিরিয়ে আনতে পারে ইসরো (ISRO)। প্রসঙ্গত, এই প্রোপালশন মডিউলে চেপেই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। এর সঙ্গে জোড়া হয়েছিল ল্যান্ডার বিক্রম। যার পেটের ভেতর ছিল রোভার প্রজ্ঞান। মোটামুটি সাড়ে তিন মাস চাঁদের কক্ষপথে ঘোরার পরে প্রোপালশন মডিউলকে পৃথিবীর কাছে ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা। নতুন গবেষণাও সফল হল এর মাধ্যমে। চাঁদ থেকে এরপর থেকে নমুনা ফেরানোর কাজ সহজেই করতে পারবে ইসরো।

২৩ অগাস্ট অবতরণ করে ল্যান্ডার বিক্রম

প্রসঙ্গত, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হয়েছিল মহাকাশ যান চন্দ্রযান ৩। এরপর ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতেই সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-৩। বিক্রম ল্যান্ডারের পেটের ভেতর থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তারপর থেকে চন্দ্রপৃষ্ঠে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে রোভার প্রজ্ঞান। প্রজ্ঞানের ক্যামেরায় উঠেছে ল্যান্ডার বিক্রমের ছবিও। পৃথিবীর প্রথম কোনও দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয় ভারত। জানা গিয়েছে তারপর থেকে চাঁদের কক্ষপথে ঘুরছিল এই মহাকাশযান প্রোপালশন মডিউল। এরপর থেকে প্রোপালশন মডিউলের গতিপথ পরিবর্তনের পরিকল্পনা নিয়েছিলেন বিজ্ঞানীরা (ISRO)। জানা গিয়েছে, গত অক্টোবর মাস থেকেই প্রোপালশন মডিউলকে (ISRO) ফিরিয়ে আনার কাজ শুরু হয়। ১০ নভেম্বর চাঁদের কক্ষপথ ছেড়ে বেরিয়ে আসতে সমর্থ হয় এটি। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles