G20 Summit: সফল জি২০ সম্মেলন, ভারতের প্রশংসায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম

নতুন বিশ্বের নিউক্লিয়াস হতে চলেছে ভারতবর্ষের জি২০ শীর্ষ সম্মেলন, দাবি ব্রিটিশ সংবাদপত্রের
G20_f
G20_f

মাধ্যম নিউজ ডেস্ক: শনি ও রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হয় জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে সারা বিশ্বে খবরের শিরোনামে আসে ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভারতে অনুষ্ঠিত হওয়া এই জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) প্রশংসা জানিয়েছে। সংবাদ সংস্থাগুলির মতে, ‘‘আগামী দিনে ভারত উদীয়মান শক্তি হতে চলেছে।’’ আমেরিকার জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট ভারতের জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) নরেন্দ্র মোদির কূটনৈতিক জয় হিসেবে চিহ্নিত করেছে। তাদের শিরোনাম, ‘‘বিশ্বের বিভিন্ন বিচ্ছিন্ন শক্তিকে জি২০ শীর্ষ সম্মেলনের (G20 Summit) মাধ্যমে ভারত এক ছাতার তলায় আনতে পেরেছে।’’  

বিশ্বের সংবাদপত্রগুলিতে জি২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চিনের দাদাগিরি রুখতে রেল এবং বন্দর যোগাযোগের পরিকল্পনা নিয়েছে ভারত-সৌদি আরব। এতে সম্পূর্ণ মাত্রায় আগ্রহ রয়েছে আমেরিকার। সেই সৌদি আরবের জনপ্রিয় সংবাদ সংস্থা দ্য গাল্ফ নিউজ ১৮তম জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) বিশ্বের সম্প্রীতি এবং বৈচিত্রতার সম্মেলনরূপে চিহ্নিত করেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদ সংস্থা এবিসি নিউজের খবরের শিরোনামেও জি২০ শীর্ষ সম্মেলনকে (G20 Summit) ঠাঁই পেয়েছে।  ভারতের মাটিতে পা রেখেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঋষি সুনক বলেছিলেন যে তিনি গর্বিত হিন্দু, তাঁর নিজের দেশের সংবাদপত্র টেলিগ্রাফ জি২০ সম্মেলনকে দেখছে নতুন বিশ্ব গড়ার সামিট হিসেবে। নতুন বিশ্বের নিউক্লিয়াস হতে চলেছে ভারতবর্ষের জি২০ শীর্ষ সম্মেলন, এমনটাই লেখা হয়েছে টেলিগ্রাফের প্রতিবেদনে।

মার্কিন প্রেসিডেন্টের চোখে জি২০ সম্মেলন (G20 Summit)

ভারতের সভাপতিত্বে জি২০ সম্মেলন (G20 Summit) সম্পন্ন হয়েছে তাতে সারা বিশ্বের বিভিন্ন দেশের যে চ্যালেঞ্জগুলো রয়েছে আলোচনা হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। কাতারের আল জাজিরা, দক্ষিণ চিনের মর্নিং পোস্টেও ঠাঁই পেয়েছে জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্য। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রবিবারই বলেছেন, ‘‘বিশ্বের নানাবিধ  সমস্যার সমাধানের জন্য এই জি২০ সম্মেলন সফলতার (G20 Summit) সঙ্গে সম্পন্ন হয়েছে।’’ নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘‘নানাবিধ সংকটে বিশ্ব অর্থনীতির ভুগছিল, কিন্তু চলতি বছরের জি২০ সম্মেলনে (G20 Summit) প্রমাণিত হয়েছে যে এই সামিট অনেক কিছু সমাধানও করতে পারে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles