মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় দেড় মাস ধরে আলিপুরদুয়ার (Alipurduar) বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। ফলে, কার্যত অভিভাবকহীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম চলছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উপাচার্যের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের রুটিন নানা কাজকর্ম করছেন। পঠনপাঠন ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও নিতে পারবেন। কিন্তু, ফল প্রকাশ করার সময় উপাচার্যের অনুমোদন নিতে হবে। সে ক্ষেত্রে উপাচার্য নিয়োগে অনেকটা দেরি হলে পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল প্রকাশ করতে সমস্যায় পড়তে পারে। ফলে এমন একটা আশঙ্কা ছাত্র ও শিক্ষক মহলেও রয়েছে।
কী বললেন স্থানীয় তৃণমূল সাংসদ?
প্রায় দেড় মাস আগে আলিপুরদুয়ার (Alipurduar) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্রনাথ রায়ের কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি, পুনরায় দায়িত্ব না পাওয়ায় তিনি পুরানো কর্মস্থলেই ফিরে গিয়েছেন। এরপর প্রায় দেড় মাস কেটে গেলেও নতুন করে কাউকে উপাচার্য নিয়োগ করা হয়নি। উপাচার্য নিয়োগে এত উদাসীনতা কেন? তা নিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন। যদিও আলিপুরদুয়ারের বাসিন্দা তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
কী বললেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য?
আলিপুরদুয়ার (Alipurduar) বিশ্ববিদ্যালয় গঠনের পর প্রথম উপাচার্য হিসেবে মহেন্দ্রনাথ রায় ২০২০ সালের ২৩ ডিসেম্বর কাজে যোগদান করেন। ২০২২ সালের ২২ শে ডিসেম্বর পর্যন্ত উপাচার্য হিসেবে টানা দায়িত্ব পালন করেছেন তিনি। ওই সময়ের পর পুনরায় নিয়োগ না করায় তিনি তাঁর পুরনো কর্মস্থলে ফিরে যান। গত ২৩ শে ডিসেম্বর থেকে ৮ ই মার্চ পর্যন্ত আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় কার্যত উপাচার্যহীন অবস্থায় ছিল। এর ফলে কয়েক মাস বিশ্ববিদ্যালয়ে আর্থিক কোনও বরাদ্দ আসেনি, নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে অস্থায়ীভাবে গত ৯ মার্চ মহেন্দ্রনাথ রায়কে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। গত ৮ জুন পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ ছিল। গত ৯ জুন মহেন্দ্রনাথ রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তাঁর পুরানো কর্মস্থলে ফিরে যান। নতুন এই বিশ্ববিদ্যালয়ের বারবার উপাচার্য পদে শূন্যতা তৈরি হওয়ায় এখানকার পরিকাঠামো, পঠন-পাঠনের সম্প্রসারণ সহ বিভিন্ন উন্নয়নের কাজ কার্যত গতি হারাচ্ছে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য মহেন্দ্রনাথ রায় বলেন, আমি যখন দায়িত্বে ছিলাম বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন সহ অন্যান্য কাজের ক্ষেত্রে শিক্ষক ছাত্র-শিক্ষা কর্মীসহ আলিপুরদুয়ারবাসীর সকলের সহযোগিতা পেয়েছি। যেহেতু এখন দায়িত্বে নেই, তাই এখন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে কোনও মন্তব্য করা ঠিক হবে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours