মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই রাজ্য জুড়ে লেগেই রয়েছে অশান্তি। মনোনয়ন পর্বে রাজ্যের কিছু জেলা যেন বারুদের স্তূপে পরিণত হয়েছিল। ভোট যত এগিয়ে আসছে সন্ত্রাস যেন বেড়েই চলেছে। মঙ্গলবার রাতেই দেগঙ্গায় সন্ত্রাসের বলি হয়েছে এক নাবালক। স্কুল পড়ুয়া ওই নাবালকের ওপর বোমা ছোড়ার অভিযোগ সিপিএম-আইএসএফের বিরুদ্ধে। এবার উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটমপুরের এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে এলাকাকে সন্ত্রস্ত করার অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর বুথে বিজেপি প্রার্থী অমর রায়ের বাড়িতে মঙ্গলবার রাতে তৃণমুল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায় ও বোমাবাজি করে। বিজেপি প্রার্থীর অভিযোগ, পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি। উপরন্তু ঘটনাস্থলেও আসেনি।
আরও পড়ুন: নিয়োগকাণ্ডে আজ ফের তলব ইডি-র, সায়নী কি সশরীরে হাজিরা দেবেন?
কী বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব?
বিজেপি প্রার্থী অমর রায় বলেন, ‘‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। রাত তখন ১১:৩০ হবে, আমরা কেবল মাত্র শুয়েছি। তখন ৪০ জনের ওপর লোক বাড়ির সামনে হুমকি দিতে থাকে। এলাকায় বোমাবাজিও করে। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’’
আরও পড়ুন: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কী বলছে তৃণমূল?
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমুল। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের সভাপতি দুলাল কর বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি সহানুভূতি আদায় করার জন্যই মিথ্যা অভিযোগ করছে। পুলিশকে শক্ত হাতে দমন করতে বলব এই ধরনের ঘটনা। তবে আমাদের চণ্ডীপুরে শান্তিপূর্ণভাবেই সব কিছু সম্পন্ন হয়।’’
আরও পড়ুন: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours