মাধ্যম নিউজ ডেস্ক: মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়াশুনা করে বড় হয়ে সরকারি চাকরি করবে। পরিবারের অভাব-অনটন দূর করবে। আর ছেলের স্বপ্ন ছিল ধেলাধূলায়। পায়ে ফুটবল পেলে খাওয়া-দাওয়া ভুলে যেত নদিয়ার (Nadia) নাজিরপুরের প্রেমাংশু ঠাকুর। হাজার বকাবকি ও শাসনেও তাকে পা থেকে ফুটবল কাড়তে পারেননি মা। টিফিনের পয়সা জমিয়ে বুট কিনে ফুটবল প্র্যাকটিস শুরু। দিদির জমানো টিউশনের টাকা চুরি করে প্রথম ফুটবল কেনা। স্কুল পালিয়ে ফুটবল প্র্যাকটিস। ফুটবলের প্রতি অমোঘ ভালোবাসা আজ সাফল্য এনে দিয়েছে তাকে। নদিয়া থেকে স্পেনে ফুটবল প্রশিক্ষণ নিতে যাচ্ছে প্রেমাংশু। আগামী সেপ্টেম্বর মাসে আন্দ্রে ইনিয়েস্তার দেশে পাড়ি দেবে নদিয়ার (Nadia) নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির এই ছাত্র। এলাকাবাসীর বক্তব্য, প্রেমাংশু একদিন নামকরা ফুটবলার হবে। ও এলাকার মুখ উজ্জ্বল করবে।
কীভাবে নির্বাচিত হল প্রেমাংশু?
বাংলার প্রত্যন্ত জেলা থেকে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্যে আইএফএ এর সঙ্গে যৌথ স্পোর্টস ভেনচারে যোগ দেয় স্পেনের মোট্রিল ফুটবল ক্লাব। আগামী সেপ্টেম্বর মাসে স্পেনের মোট্রিল ক্লাবের অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে নদিয়ার (Nadia) প্রেমাংশু। স্পেনের মোট্রিল অ্যাকাডেমির প্রশিক্ষক ফেরনান্দো তোরেস ও বাংলার প্রথম প্রো লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক শঙ্কর লাল চক্রবর্তী খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে ছিলেন। সম্প্রতি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করা হয়। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত মা এবং এলাকার লোকজন সকলে।
কী বললেন কৃতি ফুটবলারের মা?
জীবনটা অত্যন্ত কষ্টের বললেন, কৃতি ফুটবলারের মা দুর্গা সরকার। জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বাবার বাড়িতে ফিরে ছোট্ট প্রেমাংশুকে বুকে আগলে দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করেছিলাম। ছেলের পড়াশোনার জন্য অন্যের বাড়িতে রান্নার কাজ করতাম। পরিচারিকার কাজও করেছি। সরকারি চাকরি করে সংসারের হাল ধরবে ছেলে, এমনটাই আমার স্বপ্ন ছিল। কিন্তু ওর স্বপ্ন ফুটবল। বিদেশের মাটিতে ছেলে প্রশিক্ষণ নিতে যাবে ভেবে খুব ভাল লাগছে।’’ আর প্রেমাংশু একজন নামকরা ফুটবলার হয়ে দেখিয়ে দিতে চায় তার জন্মদাতা বাবাকে। যে বাবা একদিন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours