মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারিতেই উদ্বোধন হবে রামমন্দিরের, ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। ইতিমধ্যে অযোধ্যায় (Ayodhya) পৌঁছে গেল শালগ্রাম শিলা। পাশ্ববর্তী নেপাল থেকে এল। বিশেষজ্ঞদের মতে নেপালের কালী গণ্ডকী নদীর এই পাথর ৬ কোটি বছরের পুরোনো। ভক্তদের বিশ্বাস রয়েছে, এই পাথর হল ভগবান নারায়ণের রূপ। রামচন্দ্রকে হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান বিষ্ণুর অবতার মানেন, তাই নেপালের কালী গণ্ডকী নদীর এই শালগ্রাম শিলা সেদেশ থেকে পাঠিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী, একথা শোনা গিয়েছে নেপাল সরকারের এক মন্ত্রীর মুখে।
কত দিন সময় লাগল শিলা খন্ড দুটির ভারতে আসতে
সাত দিন ধরে ৩৭৩ কিলোমিটার যাত্রা শেষ করে বৃহস্পতিবার ভোরে অযোধ্যায় (Ayodhya) পৌঁছায় বিশাল পাথর। বিশ্বাসমতে সীতাদেবীর জন্মস্থান নেপালের জনকপুরে প্রথমে নিয়ে যাওয়া হয় এই পাথর দুটি এরপর গোরক্ষপুর হয়ে অযোধ্যায় আসে শিলা খন্ড দুটি। অযোধ্যায় মন্দির প্রাঙ্গণে পৌঁছতে একটু বেশিই সময় লাগে, কারণ পাথর দর্শন করতে অগণিত ভক্তের ভিড় হয় মন্দির সংলগ্ন এলাকায়। শিলা খণ্ড দুটির পুজো ঘিরে সরযূ নদীর তীরে রীতিমত উৎসবের মেজাজ দেখা যায়।
আজ একশো জন মহন্ত মিলে এই শিলা খণ্ডের পুজো করেছেন। তবে নেপাল থেকে আনা এই পাথরেই রামলালার বিগ্রহ নির্মাণ হবে কিনা তা চূড়ান্ত হয়নি কিছু। জানা গিয়েছে, ওড়িশা ও কর্নাটক থেকেও শিলা খন্ড আসবে অযোধ্যায় (Ayodhya)। পরবর্তীকালে পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে কোনটি দিয়ে তৈরি হবে রাম সীতার মূর্তি। দুটি শিলা খন্ডের একটির ওজন ১৮ টন এবং অপরটির ওজন ১৬ টন বলে জানা গেছে।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কী বলছে
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, ভগবান রামের মন্দিরে মূর্তি তৈরির বিষয়ে মতামত নেওয়া হবে সারা দেশের ভাস্করদের। কোন শিলা থেকে এই মূর্তি তৈরি করা হবে তা ঠিক হবে তারপরেই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours