WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন, ওয়েবের জন্য বিভিন্ন ফিচার আসছে এবং কিছুর পরীক্ষামূলকভাবে কাজ চলছে যেগুলি আগামী দিনে ব্যবহারকারীরা পাবেন
WhatsApp
WhatsApp

মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার (WhatsApp New Feauters) এসেই চলেছে। চলতি বছরেও বেশ কিছু নতুন ফিচার যোগ করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ টিম। পরীক্ষামূলকভাবে কিছু ফিচারের(WhatsApp New Feauters)  কাজও চলছে। হোয়াটসঅ্যাপকে আরও উন্নত করতে এবং এর ব্যবহারকারীদের কাছে এটিকে আরও বেশি উপযোগী করে তুলতেই নতুন নতুন ফিচার আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের নতুন কিছু ফিচার কয়েকদিনের মধ্যেই উপলব্ধ হবে বলে জানিয়েছে হোয়াটস্যাপ কতৃপক্ষ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন, ওয়েবের জন্য বিভিন্ন ফিচার আসছে এবং কিছুর পরীক্ষামূলকভাবে কাজ চলছে যেগুলি আগামী দিনে ব্যবহারকারীরা পাবেন বলে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে।

কিছু নতুন ফিচার (WhatsApp New Feauters) , যেগুলি আসতে চলেছে

অন্য ব্যবহারকারীকে ছবি পাঠালে কোয়ালিটি কমবে না

হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে সাধারণভাবে দেখা যায় ছবি বা ভিডিও এর কোয়ালিটি কমে গেছে। এবার হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার (WhatsApp New Feauters)  নিয়ে আসছে যার ফলে ব্যবহারকারীরা ছবি পাঠালে সেটির কোয়ালিটি কোন ভাবেই খারাপ হবে না বলে জানা যাচ্ছে। আবার ছবির কোয়ালিটি কম করেও ব্যবহারকারীরা পাঠাতে পারবেন। সেই অপশন থাকবে। 

গ্রুপ সাবজেক্টের শব্দ সংখ্যা বাড়ানো হচ্ছে

এতদিন অবধি হোয়াটসঅ্যাপে যেকোনও গ্রুপ সাবজেক্ট লেখা যেত মাত্র ২৫টি অক্ষরে এবার সেটি নূন্যতম ৫১২ থেকে সর্বোচ্চ ২০৪৮ করা হবে বলে মনে হচ্ছে।

টেক্সট এডিটর

টেক্সট এডিটর এর মাধ্যমে কাউকে টেক্সট করা আরও সহজ হয়ে যাবে এবং এখানে নতুন নতুন বেশ কতগুলি ফিচার যোগ করা হবে।

নিউ ফন্টস

এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো লেখাকে সাজাতে পারবেন বিভিন্ন ফন্ট দিয়ে ছবি ভিডিও ইত্যাদি যোগ করা যাবে। জানা যাচ্ছে Calistoga, courier prime ইত্যাদি যোগ করা হবে এই ফিচারে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles