মাধ্যম নিউজ ডেস্ক: স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফ থেকে ইতিমধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার নিয়োগ করা হবে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৮ জানুয়ারি থেকে। রেজিস্ট্রেশন পর্ব চলবে ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত। যে সমস্ত আগ্রহী আবেদন করতে চান তাঁদেরকে অবশ্যই ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে বলা হয়েছে।
আসুন বিস্তারিত জেনে নিই
মোট শূন্যপদ: জানা গেছে মোট শূন্যপদ ১১,৪০৯টি, যার মধ্যে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ হবে ১০,৮৮০ এবং হাবিলদারদের জন্য আছে ৫৩৯টি পদ।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পাশ করতে হবে একটি স্বীকৃত বোর্ড থেকে এবং অবশ্যই ১৭ ফেব্রুয়ারি ২০২৩ এর আগে পাশ করে থাকতে হবে।
বয়স সীমা: মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে, ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে।
হাবিলদার এবং মাল্টি টাস্কিং স্টাফের কিছু পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বয়স ছাড়: তপশিলি জাতি ও তপশিলি উপজাতিরা ৫ বছর, ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী (অসংরক্ষিত ) ১০ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী (ওবিসি) ১৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী (তপশিলি জাতি এবং উপজাতি) ১৫ বছরের জন্য ছাড় পাবে।
আবেদন ফি: অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের কোনও ফি লাগবে না।
পরীক্ষা পদ্ধতি: পরীক্ষা নেওয়া হবে অনলাইনে।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'সিত্রাং', কালীপুজোতেও বৃষ্টিতে ভাসবে রাজ্য!
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours