মাধ্যম নিউজ ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি বাস্তবিক পক্ষে আমাদের কাছে একজন রোল মডেল, একথা বললেন দেশের অন্যতম ধনকুবের গৌতম আদানি (Goutam Adani)। এদিন এক সাক্ষাৎকারে গৌতম আদানি (Goutam Adani) আরও বলেন, "মুকেশ আম্বানি আমার খুব ভালো বন্ধু, আমি তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করি, দেশের টেলিকম শিল্পে তাঁর অবদান ভোলার নয়, মুকেশ ভাই খুচরো ব্যবসা, পেট্রোকেমিক্যাল শিল্পে এদেশে জোয়ার এনেছেন, দেশের সার্বিক উন্নয়নে তাঁর যথেষ্ঠ অবদান রয়েছে"।
আম্বানি এবং আদানি (Goutam Adani) দুজনেই গুজরাটের ভূমিপুত্র
আম্বানি এবং আদানি দুজনেই গুজরাট থেকে উঠে এসেছেন। ব্যবসায়ী হিসেবে এই দুজনের খ্যাতি একেবারে বিশ্বজোড়া। সম্পত্তি এবং অর্থের দিক থেকে কখনও আদানি (Goutam Adani) এগিয়ে যান তো কখনও আম্বানি। কিন্তু দুজনেই বিশ্বের মানচিত্রে সেরা ধনকুবেরদের তালিকায় স্থান করে নেন প্রতিবারই। বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায় দুজনের মধ্যে টক্করও চলে সমানে সমানে।
দুই দশকের সমানে সমানে একই ক্ষেত্রে প্রতিযোগিতার পরে দুজনে এখন অবশ্য আলাদা ক্ষেত্রে ব্যবসায় মনোনিবেশ করেছেন। আদানি কয়লা খনির ব্যবসা এবং বন্দরের বাণিজ্যে বেশি আগ্রহী হয়েছেন অন্যদিকে মুকেশ আম্বানি গ্রিন এনার্জির দিকে বেশি ঝুঁকেছেন।
আদানির (Goutam Adani) মোট সম্পত্তির মূল্য কত জানেন
একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে দেওয়া এই সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, গতবছর মুকেশ আম্বানিকে পিছনে ফেলে দেশের এক নম্বর ধনীর স্থান যখন তিনি দখল করলেন, তখন তাঁর কেমন অনুভূতি ছিল? এর উত্তরে ধনকুবের (Goutam Adani) বলেন, এক নম্বর দু নম্বর নিয়ে আমি কখনও ভাবিনা। প্রসঙ্গত আদানির (Goutam Adani) বর্তমানে মোট সম্পত্তির মূল্য ১১৭ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৬২ হাজার কোটি টাকা। বর্তমানে গৌতম আদানি (Goutam Adani) এশিয়ার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি এবং পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন। বিশ্বে তাঁর আগে রয়েছেন বার্নাড আর্নৌল্ট এবং এলন মাস্ক।
+ There are no comments
Add yours