WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার “কেপ্ট মেসেজ”, জানুন বিস্তারিত

বিভিন্ন রকমের ফিচার পেয়ে স্বভাবতই খুশি ব্যবহারকারীরা
whats_app(2)
whats_app(2)

মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ, নতুন নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। বিভিন্ন রকমের ফিচার পেয়ে স্বভাবতই খুশি ব্যবহারকারীরা। যোগাযোগের মাধ্যম অনেক বেশি উন্নত হয়ে চলেছে নতুন নতুন ফিচারের (WhatsApp New Feature) দৌলতে। কিছুদিন আগেই এসেছে নতুন একটি ফিচার যেটির দ্বারা সহজেই অন্য অ্যাপসে কাজ করতে করতে করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল। এবার নতুন বছরে হোয়াটসঅ্যাপের উপহার তার ব্যবহারকারীদের জন্য "Kept" নামের ফিচার.


কিভাবে কাজ করবেন নতুন এই ফিচার (WhatsApp New Feature)

ফিচারের (WhatsApp New Feature) নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে এর কাজ সম্পর্কে। হ্যাঁ ঠিকই ধরেছেন এর কাজ রেখে দেওয়া। মানে সেভ করে রাখা যেকোনও মেসেজ। জুকেরবার্কের মালিকাধীন সংস্থা সূত্রে জানা গেছে এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ডিস অ্যাপিয়ারিং মেসেজকেও রেখে দেওয়া সম্ভব। যদিও এই নতুন ফিচারের রোল আউট এখনও পর্যন্ত হয়নি। ডিস অ্যাপিয়ারিং মেসেজ ফিচারের সাহায্যে একজন ব্যবহারকারী যদি অন্য একজন ব্যবহারকারীকে মেসেজ পাঠান তাহলে চ্যাটে একটি নির্দিষ্ট সময় পর আপনা আপনি ওই মেসেজ ডিলিট হয়ে যাবে। তবে এই নতুন মেসেজ ফিচারের (WhatsApp New Feature) সাহায্যে হোয়াটসঅ্যাপে ওই মেসেজ রেখে দেওয়া সম্ভব হবে। এখনও পর্যন্ত এই ফিচার (WhatsApp New Feature) সর্বসাধারণের হাতের মুঠোতে আসতে বেশ কিছুটা দেরি রয়েছে বলেই সংস্থা সূত্রে জানা গেছে। "Kept" মেসেজ ফিচারের সাহায্যে  ডিস অ্যাপিয়ারিং মেসেজ অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে না সাময়িকভাবে থেকেই যাবে।  ডিস অ্যাপিয়ারিং মেসেজ ফিচার আনা হয়েছিল যাতে প্রত্যেক ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকে, মূলত সেই কারণেই। এবার তার মধ্যে যদি কোন মেসেজকে গুরুত্বপূর্ণ মনে হয় এবং ব্যবহারকারী যদি মনে করেন যে এই মেসেজ রেখে দেওয়া উচিত তাহলে তিনি "Kept" মেসেজ ফিচারের মাধ্যমে এই সুবিধা পাবেন। আবার Un-keep অপশনের সুবিধাও থাকবে ব্যবহারকারীদের জন্য, এই অপশন ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles