Agniveer: ভারতীয় নৌবাহিনীতে ১৪০০ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ই ডিসেম্বর

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪০০টি শূন্যপদ রয়েছে (মহিলাদের জন্য রয়েছে ২৮০টি)
navy
navy

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌবাহিনী ০১/২০২৩ (May ২৩) ব্যাচের জন্য অগ্নিবীর (Agniveer) হিসাবে  অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা প্রার্থীদের নিয়োগ করছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪০০টি শূন্যপদ রয়েছে (মহিলাদের জন্য রয়েছে ২৮০টি)। প্রার্থীর জন্ম ০১ মে ২০০২ - ৩১ অক্টোবর ২০০৫ এর মধ্যে হতে হবে। নির্দিষ্ট বার্ষিক ইনক্রিমেন্ট সহ প্রতি মাসে ৩০০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ভাতা দেওয়া হবে।

ভারতীয় নৌবাহিনী নিয়োগ ২০২২-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, অগ্নিবীর (SSR) - ০১/২০২৩ ব্যাচের নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে হবে। শর্টলিস্টিং (কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা), 'লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা' এবং চূড়ান্ত নিয়োগ। সবশেষে হবে মেডিক্যাল পরীক্ষা। আবেদনের শেষ তারিখ ১৭-১২-২০২২।

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে অবশ্যই গণিত ও পদার্থবিদ্যার সঙ্গে ১০+২ পরীক্ষায় পাশ করতে হবে। এরসঙ্গে রসায়ন/জীববিদ্যা/কম্পিউটার সায়েন্স, এই তিনটি বিষয়ের মধ্যে একটি থাকতে হবে।

পরীক্ষার বিভিন্ন ধাপ

প্রথম ধাপ (INET – কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা)

প্রথমে All India computer-based examination, INET পরীক্ষা হবে। প্রবেশিকা পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।

দ্বিতীয় ধাপ (লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা)

INET পরীক্ষায় বাছাই করা প্রার্থীদের (কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা) দ্বিতীয় পর্যায় (লিখিত পরীক্ষা, পিএফটি এবং প্রাথমিক চিকিৎসা) জন্য একটি কল-আপ লেটার দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়টি ভারতীয় নৌবাহিনীর ঠিক করে দেওয়া কেন্দ্রগুলিতে হবে। দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষার সিলেবাস, অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। দ্বিতীয় পর্যায়ের জন্য আধার কার্ড সঙ্গে আনতেই হবে।

তৃতীয় ধাপ (চূড়ান্ত নিয়োগের জন্য মেডিক্যাল পরীক্ষা)

সমস্ত নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের মেডিক্যাল পরীক্ষা INS চিল্কায় নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের মেডিক্যাল পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ করা হবে।

পরীক্ষার ফি:

 অনলাইনে আবেদনের সময় প্রার্থীকে ৫৫০ টাকা তার সঙ্গে ১৮% জিএসটি দিতে হবে।

কীভাবে আবেদন করবেন:

পদ্ধতিটি ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https: www.joinindiannavy.gov.in  গিয়ে  অনলাইন আবেদন করতে হবে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles