WhatsApp New Feature: আবারও নতুন ফিচার হোয়াটসআপে, জানুন পিআইপি মোড সম্পর্কে

সম্প্রতি, হোয়াটসআপ ( WhatsApp New Feature) পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড নিয়ে এসেছে
whatsapp(1)
whatsapp(1)

মাধ্যম নিউজ ডেস্ক:  হোয়াটসআপে ( WhatsApp New Feature)  একের পর এক নতুন ফিচার এসেই চলেছে, প্রায় প্রতি সপ্তাহেই। নতুন নতুন আপডেটেড ভার্সেন আর নানা ধরনের সুবিধা।  নিত্যনতুন ফিচারের ঝুলি হাতে হাজির জুকেরবার্কের মালিকানাধীন কোম্পানিটি। সম্প্রতি, হোয়াটসআপ ( WhatsApp New Feature) পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড নিয়ে এসেছে।

 কী এই পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড ? 

ধরুন আপনি ইউটিউবে নিজের পছন্দের কোনও ভিডিও দেখছেন, আবার একই সময়ে পরিচিত কোনও বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথাও বলতে হবে এবার দুটি কাজই একসঙ্গে সম্ভব বা গুগল মিটে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং করছেন অথবা ফোনে কথা বলছেন কারও সঙ্গে। পাশাপাশি হোয়াটসআপ ( WhatsApp New Feature) ভিডিও কল চালিয়ে যেতে পারবেন। এটাই হল পিকচার-ইন-পিকচার বা পিআইপি (PIP) মোড।  একটি ছোট উইন্ডো ওপেন হয়ে যাবে এক্ষেত্রে।  ফিচারটি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় ভার্সেনেই পাওয়া যাবে,তবে আপাতত ফিচারটি শুধুমাত্র iPhone ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসআপ  বিটা ২২.২৪.০.৭৭ এবং ২২.২৪.০.৭৮ ভার্সনে আপডেট করালে পাবেন। 

হোয়াটসআপে ( WhatsApp New Feature) পাওয়া ফেসবুক (Facebook) বা ইউটিউব (YouTube) ভিডিও-র কোনো লিঙ্কে ক্লিক করলেই ছোটো একটি উইন্ডো ওপেন হয়, যেখানে ভিডিওটি চলতে থাকে। তবে এখন হোয়াটসআপ ভিডিও কলের সময়ও এই একই অপশন ব্যবহার করা যাবে।

 WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফিচারের ( WhatsApp New Feature) মাধ্যমে  ভিডিও কল চলাকালীন অন্য যে কোনও কাজেও নিজেদের ফোন ব্যবহার করা যাবে। অর্থাৎ পিআইপি মোডের সৌজন্যে এবার থেকে একসঙ্গে ভিডিও কল এবং অন্যান্য কাজও করা যাবে। ছোটো উইন্ডোতে হোয়াটসআপের ভিডিও কল করুন পাশাপাশি অন্যান্য অ্যাপও ব্যবহার করুন। প্রসঙ্গত, জনপ্রিয় এই মেসেজআপ Meta কোম্পানির CEO, মার্ক জুকেরবার্ক  কিনেছিলেন ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles