ISRO Recruitment: ইসরোর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন যোগ্যতা কী

আগ্রহী প্রার্থীরা ইসরো-র সরকারি ওয়েবসাইট-isro.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন
ISRO
ISRO

মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে তাঁদের কাছে বিশেষ সুযোগ এনে দিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। বিজ্ঞানী ও গবেষক পদে নিয়োগের (ISRO Recruitment) জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। আগ্রহী প্রার্থীরা ইসরো-র (ISRO Recruitment) সরকারি ওয়েবসাইট-isro.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। 
গেট পরীক্ষার নম্বরের ভিত্তিতে গ্রুপ 'এ' গেজেটেড এই পদগুলিতে দশম বেতনক্রম অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদে চাকরিপ্রার্থীদের আবেদন জানানোর শেষ দিন ১৯ ডিসেম্বর। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২১ ডিসেম্বর। প্রার্থীদের বয়স ডিসেম্বর ১৯, ২০২২ তারিখে ২৮ বছর হতে হবে। মোট ৬৮টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার সায়েন্স বিভাগের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীদের ইসরোর বিভিন্ন কেন্দ্রে পোস্টিং (ISRO Recruitment) দেওয়া হবে। আবেদন ফি মাত্র ২৫০ টাকা। এবার নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে জানা যাক।

আরও পড়ুন: ভারত ইলেক্টনিক্স লিমিটেডে ২৬০ শূন্যপদে নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা

শূন্যপদের বিবরণ:

মোট ৬৮টি শূন্যপদের মধ্যে ইলেকট্রনিক্স বিভাগে রয়েছে ২১টি,  মেকানিক্যাল বিভাগে রয়েছে ৩৩টি এবং কম্পিউটার সায়েন্স বিভাগে রয়েছে ১৪টি।

শিক্ষাগত যোগ্যতা:

ইলেকট্রনিক্স বিভাগ: এই বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।

মেকানিক্যাল বিভাগ: এই বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।

কম্পিউটার সায়েন্স বিভাগ: এই বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর কোর্সে ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।

প্রার্থীরা কী ভাবে এই পদগুলিতে আবেদন জানাবেন?

- পরীক্ষার্থীদের প্রথমেই ইসরোর (ISRO Recruitment) সরকারি ওয়েবসাইট- https://www.isro.gov.in/-এ যেতে হবে।

- এর পর হোমপেজে 'কেরিয়ার' ট্যাবে গিয়ে 'কারেন্ট অপারচুনিটিজ়'-এ ক্লিক করতে হবে।

- এ বার 'রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি অন দ্য বেসিস অফ গেট স্কোর' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

- লিঙ্কটিতে ক্লিক করলেই অনলাইন আবেদনপত্রের আর একটি লিঙ্ক স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।

- সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে।

- পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।


দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles