মাধ্যম নিউজ ডেস্ক: সুস্থ আছেন ভারতের তারকা টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বুধবার রাতে জার্মানিতে স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার করালেন সূর্য। নিজেই ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। এই অস্ত্রোপচারের কারণে সূর্যকুমার যাদব আইপিএলের কিছু প্রাথমিক ম্যাচ খেলতে নাও পারেন বলে জানা গিয়েছে। বর্তমানে জার্মানিতেই রয়েছেন সূর্য ও তাঁর স্ত্রী দেবীশা শেঠি।
কবে চোট পান 'স্কাই'
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চোট পেয়েছিলেন সূর্য (Suryakumar Yadav)। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট পান তিনি। সেই সময়ে দেশে ফিরে এসেছিলেন সূর্য। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল সূর্যকুমারের চোট বেশ গুরুতর। ঝুঁকি না নিয়ে তাঁকে আফগানিস্তানের দলে রাখা হয়নি। সূর্য এর পরে জার্মানি যান। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে। আপাতত রিহ্যাব করবেন তিনি। জানা গিয়েছে, সূর্যের সেরে উঠতে প্রায় মাসখানেক লাগবে। তার পরেই তিনি মাঠে নামতে পারবেন।
আরও পড়ুন: নজির রোহিতের, জোড়া সুপার ওভার, আফগানিস্তানকে হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের
কেমন আছেন সূর্য
অস্ত্রোপচারের পর সূর্য তাঁর এক্স (আগের টুইটার) হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘অস্ত্রোপচার হয়ে গিয়েছে। যাঁরা আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি আপনাদের সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসব।’
Surgery done✅
— Surya Kumar Yadav (@surya_14kumar) January 17, 2024
I want to thank everyone for their concerns and well wishes for my health, and I am happy to tell you all that I will be back very soon 💪 pic.twitter.com/fB1faLIiYT
সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে যে কোনও মূল্যে ১০০ শতাংশ সুস্থ হয়ে বাইশ গজে ফিরতে চান সূর্য। এখনও পর্যন্ত, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২০২১ সালে অভিষেকের পর ৬০টি টি২০খেলেছেন এবং ৪৫.৫৫ গড়ে ২১১৪১ রান করেছেন। ১৭১-এর বেশি তাঁর স্ট্রাইক রেট রয়েছে। সূর্যের চারটি সেঞ্চুরি এবং ১৭টি হাফসেঞ্চুরি রয়েছে। তাই বিশ্বকাপের আগে তাঁর দলে ফেরাটা দেশের পক্ষেও জরুরি।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours