Indian Armed Forces: মাতৃত্বকালীন ছুটি থেকে সন্তানের বড় হওয়া! মহিলা জওয়ানদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Maternity Leave: বাহিনীতে কর্মরত অফিসারদের মতোই মাতৃত্বকালীন সুবিধা পাবেন মহিলা জওয়ানরাও, সম্মতি রাজনাথের
Army_Aviation_Corp
Army_Aviation_Corp

মাধ্যম নিউজ ডেস্ক: সেনাবাহিনীর (Indian Armed Forces) তিন শাখার মহিলা জওয়ানদের মাতৃত্বকালীন ছুটির বিষয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। এবার থেকে মহিলা সেনা অফিসারদের মতো সমান হারে মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী বাহিনীর জওয়ান, নাবিক ও এয়ার ওয়ারিয়ার্সরা। সন্তান পালন ও দত্তক নেওয়ার ক্ষেত্রেও ছুটিতে থাকছে না আর কোনও বৈষম্য।

সবাইকে এক সুবিধা

রবিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকল মহিলা জওয়ান, নাবিক এবং বায়ুসেনা কর্মী  (Indian Armed Forces) এখন থেকে একই রকম সুবিধা পাবেন। বিবৃতি অনুসারে, সংশ্লিষ্ট মহিলার সেনা-র‌্যাঙ্কের উপর সুবিধা নির্ভর করবে না। সেনাবাহিনীতে নিচুতলার মহিলা জওয়ানেরাও ঊর্ধ্বতনদের মতোই সুবিধা পাবেন। এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এত দিন পর্যন্ত সেনাবাহিনীতে শুধু অফিসার পদেই মহিলাদের নিয়োগ করা হত। অগ্নিবীর প্রকল্পে তার থেকে নিচু পদেও নিয়োগ করা হচ্ছে। তার ফলে নিচু পদে কর্মরত মহিলাদেরও মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন হচ্ছে। সে কারণেই নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছিল কেন্দ্র।

প্রস্তাবে শিলমোহর

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, গত মাসেই এই ইস্যুতে তিন বাহিনীর সর্বাধিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। সেখানেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় (Indian Armed Forces)। রবিবার সেই প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়েছে। এদিন মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ছুটির নিয়মে বদল হওয়ায় মহিলা ফৌজিরা পারিবারিক ও সামাজিক নানা সমস্যা সহজেই মোকাবিলা করতে পারবেন। সন্তান মানুষ করতে তাঁদের আর কোনও কষ্ট হবে না। পাশাপাশি, এর জেরে কাজের জায়গায় তাঁরা উন্নতি করতে পারবেন। পেশদার ও পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা ভারসাম্য থাকবে তাঁদের।'

আরও পড়ুুন: সীমান্তে বিএসএফের তৎপরতা! পাচারের আগেই ১০ কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত

কতদিনের ছুটি

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, বাহিনীতে (Indian Armed Forces) কর্মরত সব মহিলারাই গোটা কর্মজীবনে সন্তান পালনের জন্য সর্বোচ্চ ৩৬০ দিনের ছুটি পাবেন। সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত এই ছুটি পাবেন। যাঁদের সন্তান শারীরিক ভাবে ৪০ শতাংশ পর্যন্ত অক্ষম, তাঁদের জন্য নিয়মে ছাড় রয়েছে। মহিলা জওয়ানেরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। সারা কর্মজীবনে দু’বার সন্তান ধারণ করলে বা দু’টি সন্তানের জন্য এই ছুটি পাবেন। এক বছরের কম বয়সি শিশু দত্তক নিলে, দত্তক নেওয়ার দিন থেকে ১৮০ দিন ছুটি মিলবে।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles